TRENDING:

জঙ্গলীবাবার মন্দিরে শেষ সোমবারের ভিড়, তার মাঝে রাত থেকে চলছে দাঁতালের লড়াই! বন দফতর যা করল

Last Updated:

একদিকে জঙ্গলী বাবার মন্দিরে ভক্তদের ভিড়, অন্যদিকে দুই দাঁতালের লড়াই। তাই দুর্ঘটনা এড়াতে সতর্ক বন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগডোগরা, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র : শ্রাবণের শেষ সোমবার। শিব ভক্তদের কাছে বিশেষ দিন। এদিন ছোট বড় শিব মন্দিরে ভক্তদের লম্বা লাইন দেখা যায়। শিলিগুড়ির জঙ্গলী বাবার মন্দিরে প্রত্যেক বছর প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়। কিন্তু তার মধ্যেই গভীর জঙ্গলে রাত থেকে চলছে দুই পুরুষ দাঁতাল হাতির লড়াই! যে ঘটনাকে কেন্দ্র করে চিন্তা বেড়েছে বন দফতরের।
বাগডোগরা জঙ্গলী বাবার মন্দির।
বাগডোগরা জঙ্গলী বাবার মন্দির।
advertisement

কারণ বাগডোগরা জঙ্গলে রয়েছে জঙ্গলী বাবার মন্দির। জঙ্গলের মাঝে এই মন্দিরে শ্রাবণ মাসে জল ঢালার জন্য পুণ্যার্থীরা ভিড় জমান। বিশেষ করে শ্রাবণের শেষ সোমবারে ভোররাত থেকে মন্দিরে ভক্তদের ভিড় বাড়তে থাকে। সেই কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বন দফতর। একদিকে জঙ্গলী বাবার মন্দিরে ভক্তদের ভিড়, অন্যদিকে দুই দাঁতালের লড়াই। তাই যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে সতর্ক বন দফতর।

advertisement

আরও পড়ুন : এই প্রকল্পে নাম লেখালেই কেল্লাফতে! সরকারি চাকরির সুযোগ হাতের মুঠোয় 

বনদফতরের পক্ষ থেকে বিশেষভাবে সর্তকতা অবলম্বন করা হয়েছে। বন দফতরের রেঞ্জার জানান, বড় এলাকা জুড়ে হাতির লড়াই হচ্ছে। অন্যদিকে ভক্তদের ভিড় বাড়ছে। যেকোনও মূহুর্তে ভিড় কমানোর আবেদন করা হবে। হাতির লড়াই নিয়ে কর্ডন করে নজরদারি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইকিং করা হচ্ছে এলাকায়।

advertisement

আরও পড়ুন : এই মন্দির দেখেছেন বহু মানুষ, কিন্তু আসল নাম অনেকে জানেন না! কোথায় বলুন তো?

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

সবমিলিয়ে একদিকে দাঁতালের লড়াই, অন্যদিকে মানুষের ভিড়। বন দফতরের লক্ষ্য কোনওভাবেই সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্থ না হন। তেমনভাবেই বন্যপ্রাণের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। কড়া নজরদারির মধ্যেই পশুপতির আরাধনা চলছে জঙ্গলে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জঙ্গলীবাবার মন্দিরে শেষ সোমবারের ভিড়, তার মাঝে রাত থেকে চলছে দাঁতালের লড়াই! বন দফতর যা করল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল