কারণ বাগডোগরা জঙ্গলে রয়েছে জঙ্গলী বাবার মন্দির। জঙ্গলের মাঝে এই মন্দিরে শ্রাবণ মাসে জল ঢালার জন্য পুণ্যার্থীরা ভিড় জমান। বিশেষ করে শ্রাবণের শেষ সোমবারে ভোররাত থেকে মন্দিরে ভক্তদের ভিড় বাড়তে থাকে। সেই কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বন দফতর। একদিকে জঙ্গলী বাবার মন্দিরে ভক্তদের ভিড়, অন্যদিকে দুই দাঁতালের লড়াই। তাই যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে সতর্ক বন দফতর।
advertisement
আরও পড়ুন : এই প্রকল্পে নাম লেখালেই কেল্লাফতে! সরকারি চাকরির সুযোগ হাতের মুঠোয়
বনদফতরের পক্ষ থেকে বিশেষভাবে সর্তকতা অবলম্বন করা হয়েছে। বন দফতরের রেঞ্জার জানান, বড় এলাকা জুড়ে হাতির লড়াই হচ্ছে। অন্যদিকে ভক্তদের ভিড় বাড়ছে। যেকোনও মূহুর্তে ভিড় কমানোর আবেদন করা হবে। হাতির লড়াই নিয়ে কর্ডন করে নজরদারি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইকিং করা হচ্ছে এলাকায়।
আরও পড়ুন : এই মন্দির দেখেছেন বহু মানুষ, কিন্তু আসল নাম অনেকে জানেন না! কোথায় বলুন তো?
সবমিলিয়ে একদিকে দাঁতালের লড়াই, অন্যদিকে মানুষের ভিড়। বন দফতরের লক্ষ্য কোনওভাবেই সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্থ না হন। তেমনভাবেই বন্যপ্রাণের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। কড়া নজরদারির মধ্যেই পশুপতির আরাধনা চলছে জঙ্গলে।