আলিপুরদুয়ার-ফালাকাটা সড়কের বালুর ঘাট এলাকায় সঞ্জয় নদীর উপর ব্রিজ নির্মাণ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই কারণে পুরনো ব্রিজ ভেঙে ফেলা হয়েছে। কিন্তু যাতায়াতের জন্য নদীর উপর দিয়ে অস্থায়ী রাস্তা করা হয়েছে। সেটিকে ডাইভারশন বলা হয়। জলোচ্ছ্বাসে সেই ডাইভারশন তথা অস্থায়ী রাস্তা ভেঙে গিয়েছে। ফলে আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বিপর্যয়ের জের! উত্তরের ‘এই’ নদী বাঁধের কিছু অংশে ফাটল-ধস, জল কমতেই শুরু ভাঙন
কোচবিহার হয়ে ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করছেন মানুষজন। এর ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। বহু মানুষ ফালাকাটায় কাজে যাওয়ার জন্য বের হন। তাঁদেরও ফিরে যেতে হয়। এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
অন্যদিকে এই দুর্যোগের জেরে আলিপুরদুয়ার ১ নং ব্লকের বিবেকানন্দ ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোনাই নদীর বাঁধের বর্তমান অবস্থা বেশ উদ্বেগজনক। এই বাঁধের কয়েকটি অংশে ফাটল ধরেছে ও ধস নেমেছে। সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।