মা পালালেন প্রেমিকের সঙ্গে, ৯ বছরের ছেলে ২ বছর ফ্ল্যাটে একা…খাবার নেই! কী হল তার পর? শিউরে উঠবেন
আলিপুরদুয়ার পুরসভার ফিনান্স অফিসার অনুপ দাস ও অরবিন্দ নগরের বাসিন্দা বীনা দে সরকার ও আরও কয়েকজন গৃহবধূর উদ্যোগে এই সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়।দক্ষিণ মাঝেরডাবরি এলাকার বাসিন্দা বাহামনি সোরেন বিশেষ চাহিদা সম্পন্ন। চলাফেরা করতে পারেন না তিনি। এদিকে তিনি গর্ভবতী। তাঁর স্বামী একটি হুইল চেয়ারের আবেদন শহরের এক সংগঠনের কাছে জানিয়ে আসছিলেন।
advertisement
২২ তরুণী…১ নাবালক! হোটেলের ঘরে সারা রাত চলল ‘অদ্ভুত’ এই কাণ্ড! পুলিশ এসে দরজা খুলতেই, চোখ কপালে!
ত্বকে বলিরেখা? এখনই ঘুরিয়ে দিন ঘড়ির কাঁটা! ‘কিশমিশ’ ব্যবহার করুন এইভাবে…বয়স উল্টোদিকে হাঁটবে!
সেখান থেকেই বাহামনির জীবনের এই অবস্থার কথা জানতে পারেন আলিপুরদুয়ার পুরসভার কর্মী।এরপরই তাঁর পরিচিত গৃহবধূদের সঙ্গে কথা বলে এই আয়োজন করা হয়। বাহামনির গর্ভবস্থার সাত মাসকে উদযাপনের জন্য আয়োজন করা হল সাধের।
নতুন কাপড় ও সাজগোজর জিনিস দিয়ে সেজে উঠলেন বাহামনি। তাঁর পাতে সাজিয়ে দেওয়া হল নানান পদ ও মিষ্টি।
সাধের অনুষ্ঠান এই এলাকার মানুষেরা প্রথমবার দেখলেন। খুশি হলেন তারাও। শুধু বাহামনিকে নয় গ্রামের বাসিন্দাদের পাত পেড়ে খাওয়ানো হল। বীনা দে সরকার নামের এক গৃহবধূ জানান, \”একজন মহিলা হয়ে তাঁর এই অবস্থার কথা শুনে আমাদের মনে হয়েছে তাকে বিশেষ যত্ন যদি একটা দিনের জন্য দিতে পাড়ি তাহলে আমাদের ভাল লাগবে। তাঁর জন্য এই আয়োজন।\”
Annanya Dey