কীসের জন্য ভাড়াটে খুনি দিয়ে খুনের ঘটনা ঘটনো হল বা কারা এই খুনের পিছনে কলকাঠি নেড়েছে তা তদন্ত করে দেখছে আলিপুরদুয়ার পুলিশ। ঘটনার পর থেকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া জাতীয় সড়কের দুই ধারে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
advertisement
সোমবার বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে শুট আউটের ঘটনাটি ঘটে। পোরো এলাকায় সুভাষ কুজুর নামে এক বছর ৪০-এর ব্যক্তির স্কুটি আটকে তাঁর উপর চড়াও কয়েকজন। গুলিতে সুভাষকে ঝাঁঝরা করে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সুভাষ। স্থানীয়রা, তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহের মাথায়, ঘাড়ে মোট চারটি গুলির ক্ষত পায় জেলা সদর হাসপাতালের চিকিৎসকেরা।
আলিপুরদুয়ারের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে শুট আউটের ঘটনাটি ভাড়াটে খুনি দিয়ে ঘটানো হয়েছে বলেই ইঙ্গিত পাচ্ছে পুলিশ।