আরও পড়ুনঃ শুঁটকির ব্যবসায় বড়সড় ধস! কোটি কোটি টাকার লোকসান! পুজোর মুখে মাছের বাজারে কেন এমন অস্থিরতা?
স্থানীয় বাসিন্দাদের আতঙ্কমুক্ত করতে পদক্ষেপ নেয় বনদফতর। বাঘ ধরতে পাতা হল খাঁচা। আর সেই খাঁচাতেই অবশেষে বন্দি হল চিতা। মঙ্গলবার সকালে বীরপাড়ার গেরগান্ডা চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। তবে চিতাটিকে খাঁচায় আটকে রাখা যাচ্ছিল না। হিংস্র স্ত্রী চিতা বন্ধ খাঁচার মধ্যে তাণ্ডব করছিল। খাঁচাবন্দি বাঘ দেখছে ছুটে আসেন বহু লোকজন। ভিড় দেখে আরও বিরক্ত হয় চিতা। খাঁচার মধ্যে থেকে তুমুল জোরে তর্জন গর্জন শুরু করে সে। গায়ে কাঁটা দেওয়া দৃশ্য।
advertisement
বনকর্মী সূত্রে খবর, খাঁচাবন্দি বাঘটি একটি পূর্ণ বয়স্ক স্ত্রী চিতা। ধরা পড়ার পর বাঘটিকে প্রাথমিক চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়। এরপর জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে চিতাটিকে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 2:47 PM IST