জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া দক্ষিণ মেন্দাবাড়িতে হাতি ঢুকে পড়ে। জলদাপাড়ার চিলাপাতা জঙ্গলে থেকে হাতি লোকালয়ে ঢুকে পড়েছে বলে জানা যায়। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষ। কিন্তু মেন্দাবাড়ি বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান দ্রুততার সঙ্গে। তারপর হাতিটিকে বনাঞ্চলে ফেরানোর ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: জয়রামবাটীতে ‘মা সারদা’ মেলা, আমোদরের তীরে জমকালো আয়োজন! একবার দেখলে ভোলার নয়
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি একটি হাই টেক কন্ট্রোল রুম চালু করা হয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে। যেখান নজরদারি চালানোর একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এই কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত করা হয়েছে সমস্ত বিট অফিস ও বন বিবাগের অফিসগুলিকে। তার ফলে গোটা এলাকাজুড়ে নজরদারি চালানো যেমন সহজ হয়েছে, তেমনভাবে দ্রুত পদক্ষেপ করা যাচ্ছে।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ফেটে দাউদাউ করে আগুন, একেবারে পুড়ে ছাই কাঠের দোতলা বাড়ি! বানারহাটে তীব্র আতঙ্ক
ফলে এদিন জঙ্গল থেকে হাতি লোকালয়ে ঢুকতেই, সচেতন হয়ে যায় বন দফতর। হাতি-মানুষ সংঘাত এড়াতে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। যে কারণে বড় অঘটন সামনে আসেনি। তাই অনেকেই বলছেন, সদ্য চালু হওয়া ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের হাতেগরম সুবিধা পেতে শুরু করেছেন মানুষ। সকলের আশা, আগামীদিনে এই কন্ট্রোল রুমের সৌজন্য মানুষ আরও সুবিধা পাবেন।
