TRENDING:

নদী বাঁধে বরাদ্দ ৮ লক্ষ! শুরু হল কুরমাই নদীর পাড় বাঁধাই, বিধায়ক সুমন কাঞ্জিলালের উদ্যোগে শ'য়ে শ'য়ে মানুষের মুখে হাসির ঝলক

Last Updated:

ভুটান থেকে ধেয়ে আসা কুরমাই নদীর আতঙ্কে ভিটে মাটি হারা হচ্ছিল আলিপুরদুয়ার ১ ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের আট মাইল এলাকার মানুষেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: ৮ লক্ষ টাকা ব্যয়ে কুরমাই নদীর পাড় বাঁধাইয়ের কাজ শুরু করল সেচ দফতর। এই কাজের উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। জরুরি ভিত্তিতে এই কাজ শুরু হল। এদিন কুরমাই নদীতে প্রথমে গঙ্গা পুজো হয়। তার পর এই পাড় বাঁধাইয়ের কাজ শুরু হয়। পাড় বাঁধাই উপলক্ষে লাড্ডু প্রসাদ বিতরণ হয়। আলিপুরদুয়ার ১ ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের ৮ মাইল গ্রামের মানুষেরা এদিন হাতে বল ও মনে ভরসা পেলেন। দূর হল ভিটে মাটি হারানোর আশঙ্কা।
৮ লক্ষ টাকা ব্যয়ে কুরমাই নদীর পাড় বাঁধাইয়ের কাজ শুরু করল সেচ দফতর
৮ লক্ষ টাকা ব্যয়ে কুরমাই নদীর পাড় বাঁধাইয়ের কাজ শুরু করল সেচ দফতর
advertisement

এদিন বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “এক মাস আগে আমি এখানে এসে ভাঙনের সমস্যার কথা শুনে গিয়েছি। তার পর তা বিধান সভায় তুলে ধরি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিতে সেচ দফতর জরুরি ভিত্তিতে এই কাজ শুরু করল। এই জন্য আমি বাংলার মা মাটি মানুষের সরকারকে ধন্যবাদ ও প্রণাম জানাচ্ছি।”

আরও পড়ুনঃ সেনাবাহিনীর গাড়িতে সেগুন কাঠ পাচার! রাতের অন্ধকারে কাঠ মাফিয়াদের ‘দুঃসাহসিক’ কর্মযজ্ঞ, শেষে তীরে এসে তরী ডুবলো

advertisement

জানা গিয়েছে লাগাতার পাড় ভাঙছিল তির তির করে বয়ে যাওয়া কুরমাই নদীর। ভুটান থেকে ধেয়ে আসা এই নদীর আতঙ্কে ভিটে মাটি হারা হচ্ছিল আলিপুরদুয়ার ১ ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের আট মাইল এলাকার মানুষেরা। ইতিমধ্যেই ৩০টি পরিবার ভিটে মাটি হারিয়ে এলাকা ছাড়া হয়েছে। এছাড়া ফসলের জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। নদীর সঙ্গে পেরে উঠছিল না এলাকার মানুষেরা। অবশেষে এই কাজ শুরু হওয়ায় স্থানীয়রা খুশি।

advertisement

এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা বীনা দাস অধিকারী বলেন, “অনেককেই আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। অবশেষ বিধায়ক সুমন কাঞ্জিলাল উদ্যোগ নিয়ে জরুরি ভিত্তিতে আমাদের বাঁচানোর জন্য এই কাজ অনুমোদন করিয়েছেন। আরও শক্ত বাঁধ হলে ভাল হতো। কিন্তু জরুরি ভিত্তিতে এই কাজে আমরা খুশি।”

আরও পড়ুনঃ ভুটান পাহাড়ে অঝোরে বৃষ্টি, তোর্সার জল গিলতে আসছে নদী পাড়ের মানুষদের, জয়গাঁতে ভয়াবহ দৃশ্য

advertisement

স্থানীয় বাসিন্দা সুভাষচন্দ্র রায় বলেন, “ভুটান থেকে ধেয়ে আসা বিভিন্ন নদী এই এলাকায় ধ্বংসলীলা চালাচ্ছে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে মানুষের সম্পদ ও প্রাণ বাঁচানোর যে উদ্যোগ নিয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুশি। ”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্থানীয় আর এক বাসিন্দা লতিকা বর্মন অধিকারী বলেন, “এলাকার প্রায় ৩০টি পরিবার ভিটে মাটি হারিয়ে অন্যত্র সরে চলে গিয়েছে। অনেকের ফসলের খেত নদী গর্ভে চলে গিয়েছে। এই নদীর পার বাঁধের কাজ হওয়ায় আমরা খুশি। নাহলে গোটা এলাকাকে গিলে খেত এই নদী।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নদী বাঁধে বরাদ্দ ৮ লক্ষ! শুরু হল কুরমাই নদীর পাড় বাঁধাই, বিধায়ক সুমন কাঞ্জিলালের উদ্যোগে শ'য়ে শ'য়ে মানুষের মুখে হাসির ঝলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল