TRENDING:

Alipurduar News: এক দিকে জঙ্গল, এক দিকে পাহাড়! মাঝে জমজমাট পিকনিক শুরু নদীর পাড়ে, দলে দলে মানুষ এখানেই আসছেন!

Last Updated:

শীতের মরশুম মানেই পিকনিকের জন্য মন আনচান করে। পিকনিক মানেই এমন স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় পাশাপাশি পিকনিকের জন্য প্রয়োজনীয় জিনিস সহজে মেলে। এমন জায়গা রয়েছে ডুয়ার্স এলাকাতে, রণবাহাদুরবস্তির তোর্ষা পাড়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: শীতের মরশুম মানেই পিকনিকের জন্য মন আনচান করে। পিকনিক মানেই এমন স্থান যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় পাশাপাশি পিকনিকের জন্য প্রয়োজনীয় জিনিস সহজে মেলে। এমন জায়গা রয়েছে ডুয়ার্স এলাকাতে, রণবাহাদুরবস্তির তোর্ষা পাড়।
advertisement

ডুয়ার্স এলাকার এই পিকনিক স্পট সকলের পরিচিত। অসম থেকেও মানুষ চলে আসে এই পিকনিক স্পটে। রণবাহাদুরবস্তির যৌথ বনসুরক্ষা কমিটির পক্ষ থেকে রণবাহাদুর বস্তির নদীর পাড়ে এই পিকনিক স্পটটিকে সাজিয়ে তোলা হয়েছে। পিকনিক করতে আসা মানুষদের জন‍্য খড় ও বাঁশ দিয়ে শেড তৈরি করা হয়েছে। গাছের সঙ্গে দোলনা ঝোলানো রয়েছে। ব‍্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে।পিকনিক করতে আসা মানুষদের যাতে অসুবিধা না হয় তার জন‍্য দোকান রাখা হয়েছে স্থানীয়দের তরফে।

advertisement

স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?

আলিপুরদুয়ার জেলাতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পিকনিক স্পট রয়েছে। যৌথ বনসুরক্ষা কমিটির সদস‍্যরা চাইছেন প্রচার পাক এই স্থানটি। অমর গুরুং নামের এক স্থানীয় বাসিন্দা তথা যৌথ বনসুরক্ষা কমিটির সদস‍্য  জানান,”পরিবার নিয়ে পিকনিক করতে আসা মানুষদের কোনও সমস‍্যা হবে না এখানে। শৌচালয়,জল সব ধরনের পরিষেবা রয়েছে।পুলিশের টহল চলে। বন সুরক্ষা কমিটির সদস‍্যদের নজরদারি চলে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে বসেই বেনারসের স্বাদ! নবাবের জেলায় মিলছে বিখ্যাত মালাইও
আরও দেখুন

এই এলাকায় এলেই দেখা যাবে মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য‍্য। একদিকে তোর্ষা নদী, অন‍্যদিকে তোর্ষা নদীর অপর প্রান্তে ভুটান পাহাড় আর এপারে জঙ্গল। রণবাহাদুরবস্তি  প্রবেশের মুখে রয়েছে চা বাগান।সব মিলিয়ে যে একবার এই স্থানে আসবে তার ফের আসতে মন চাইবে এই জায়গায় বলে দাবি স্থানীয়দের।পিকনিক করতে আসা দেবজ্যোতি ভৌমিক জানান, “এক কথায় এই পিকনিক স্পটে এসে অসাধারণ অনুভূতি জাগে। কোনও অসুবিধা হয়না। খুব সাহায্য করেন স্থানীয়রা।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: এক দিকে জঙ্গল, এক দিকে পাহাড়! মাঝে জমজমাট পিকনিক শুরু নদীর পাড়ে, দলে দলে মানুষ এখানেই আসছেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল