বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া এলাকায় এখনও সক্রিয় পাখি শিকারীরা। আর এই পাখি শিকারের কারণেই বন দফতরের কর্মীরা দুজন পাখি শিকারীকে গ্রেফতার করল। যাদের সাউথ রাইডাক রেঞ্জের শামুকতলা দপ্তরের কার্যালয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: গান বাঁধলেন বিডিও, বাজছে ৯৪ জায়গায়! আড়াই মিনিট মন দিয়ে শুনছেন উপভোক্তারা! কী এমন রয়েছে?
advertisement
মূলত বিলুপ্তপ্রায় পাখি শিকার করার অভিযোগে অভিযুক্তই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আলিপুরদুয়ারের একটি পাখি প্রেমী সংস্থার কাছে পাখি শিকারের বিষয়ে গোপন সূত্রে খবর আছে এবং সেই মতো তারা বিষয়টি বন দফতরকে জানায়। বন দফতর এমন খবর পেয়ে অভিযান চালাতেই বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া ভাটিবাড়ী এলাকা থেকে পাখি শিকার করার অপরাধে ওই দুজনকে গ্রেফতার করা হয়। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মূলত জীব সেবা ট্রাস্ট নামে একটি পাখি প্রেমী সংস্থার কর্মীরা প্রথমে আটক করে এবং তারপর কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বন দফতরের হাতে তুলে দেয়।
আরও পড়ুন: জেলাজুড়ে তোলপাড়, পাকিস্তানের পতাকা নামিয়ে উড়ল তেরঙ্গা! মালদহে ১৮ আগস্ট কী হয়েছিল জানুন
বন দফতর যে দুজনকে গ্রেফতার করেছে তাদের বাড়ি কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায়। যাদের নাম কারান্তি বেদ এবং কার্তিক বেদ। জিজ্ঞাসাবাদ করে তাদের থেকে জানার চেষ্টা করা হচ্ছে, তারা কতদিন ধরে এই ধরনের শিকারের সঙ্গে যুক্ত। এই শিকার চক্রের সঙ্গে অন্য কোন বড় চক্র জড়িয়ে রয়েছে কিনা ইত্যাদি।