মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বাগান শ্রমিক ও স্থানীও তৃণমূল নেতৃত্ব দলের স্লোগান ও পতাকা হাতে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘেরা করে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করে।ফলে লাটে ওঠে ব্যাঙ্কের স্বাভাবিক কাজ কর্ম।বাগান শ্রমিকদের এহেন বিক্ষোভে বিপাকে পড়ে ব্যাঙ্কের ভিতরে থাকা গ্রাহকরা ব্যাঙ্ক ছেড়ে চলে যেতে বাধ্য হন ।
বিক্ষোভ শুরু হবার ঘণ্টা খানেকের মধ্যেই ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। ব্যাঙ্কের কাজ কর্ম শিকেয় তুলে এহেন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে বিধায়ককে প্রশ্ন করতেই বিধায়ক জানান এই আন্দোলন বাগানের না খেতে পাওয়া শ্রমিকদের ।যদিও পরবর্তি পর্যায় পুরো আন্দোলনের রাশ সৌরভবাবু নিজের হাতেই তুলে নেন।শ্রমিকদের আন্দোলনের ইতি টানতে সৌরভ চক্রবর্তী এবং তৃণমূলের অন্যান্য জেলা নের্তৃবৃন্দ, বাগান কর্তৃপক্ষ,ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। পরে এই ক্ষোভ সামাল দিতে ফের সিদ্ধান্ত হয় যে ২৪ ঘণ্টার মধ্যে জরুরী ভিত্তিতে ১০ টি আকাউন্ট খুলে শ্রমিকদের বকেয়া প্রদান করা হবে।
advertisement