ধর্নায় সামিল গোর্লহা জনমুক্তি মোর্চা নেতা নমন রাই। কাল এই ধর্নায় যোগ দেবেন বিমল গুরুং, বিনয় তামাং। থাকবেন সিপিএম এবং সিপিআরএমের প্রতিনিধিরাও। হাইকোর্টের রায় তারা মানবেন, বলছেন ভাইস চেয়ারম্যান ইয়াংজি শেরপা। তিনি এও জানান, অনাস্থা সভায় গুরুংয়ের মোর্চার ৩ কাউন্সিলর তাদেরকেই সমর্থন জানাবে। সেক্ষেত্রে অনাস্থায় বিজিপিএম এবং তৃণমূল জোট ১৬, হামরো-মোর্চা জোট ১৫ হবে।
advertisement
ধর্না মঞ্চ থেকে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "দার্জিলিং পুরসভা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় শুনেছি। আজ হলিডে বেঞ্চ ছিল। কাল আবার হাইকোর্টের সার্কিট বেঞ্চে আবেদন করা হবে। ফের আদালত আমাদের মামলা খারিজ করলে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। কাল সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে বৈঠকে তা চূড়ান্ত হবে। ২৮-এ অনাস্থা সভা হলে তা হবে বেআইনি। আদালতই বেআইনি ঘোষণা করবে। অনীত থাপা পাহাড়ের রাজনীতিকে আজ নীচু মানে নামিতে এনেছেন। আবার যদি ভোট হয়, জিতলে ফের টাকা ছড়িয়ে নির্বাচিত প্রতিনিধিদের কিনে নেবে অনীত। এ কোন রাজনীতি। পাহাড়ে শান্তি ফিরে এসেছিল। ফের অশান্তির চেষ্টা করা হচ্ছে। টানা আন্দোলন চলবে। আন্দোলনে গোর্খাল্যাণ্ডের বিষয়েও আলোচনা হবে।"
"ওরা সুপ্রিম কোর্টে যাবে, সেটা ওদের বিষয়। ২৮-এ অনাস্থা সভা হবে। হাইকোর্টের কপি হাতে পেয়েছি। আর ধর্না প্রসঙ্গে ওটা ফেয়ারওয়েল প্রোগ্রাম হচ্ছে।" বললেন অনীত থাপা। সেই সঙ্গে নির্বাচিত প্রতিনিধি কেনাবেচা নিয়ে বলেন, "আমি চার বার হেরেছি। মাথা পেতে মেনে নিয়েছি। ওরা পারছে না।"