আরও পড়ুন- ট্যাঙ্কের জলে ফেলে রাখুন ‘এক টুকরো’ এই কাঠ…! ১০০ বছর পরিষ্কার থাকবে জল, শরীরও রোগমুক্ত!
কিন্তু তারপরেও কিছু জটিলতা ও সংস্কারের কাজের জন্য চালু হয়নি এই বিমানবন্দরটি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ চেয়ে বাজেট তৈরি করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাজেটে দেশের ১২০ টি বিমানবন্দরের সংস্কার ও তৈরির কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- শীতের ‘মটরশুঁটি’ কী ভাবে ঘরে সংরক্ষণ করবেন? টাটকা থাকবে ১২ মাস…! ‘ফ্রোজেন’ কিনতেই হবে না!
১৪৭ কিলোমিটার…! ভুল লাইনে ছুটল দোতলা ট্রেন, পার করল ১৮টি স্টেশন! তার পর যা হল, অবিশ্বাস্য!
এরপর থেকেই আশার আলো দেখছেন মালদহবাসী। মালদহ মার্চেন্ড চেম্বার অফ কমার্শিয়াল সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, কেন্দ্রীয় বাজেটে দেশের ১২০ টি বিমানবন্দর সংস্কার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহ বিমানবন্দর দীর্ঘদিন ধরে চালুর সম্ভাবনা রয়েছে। বিমানবন্দরের রানওয়ে তৈরি হয়ে রয়েছে। মালদহ বিমানবন্দর চালু হলে আমরা জেলাবাসি উপকৃত হব।
এবার হয়তো দীর্ঘ প্রতীক্ষিত মালদহ বিমানবন্দর চালু হবে। বর্তমানে মালদহ বিমানবন্দরে হেলিকপ্টার ওঠানামা করে। এমনকি বিগত কয়েক বছর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা মালদহ হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছিল। যদিও বর্তমানে তা বন্ধ হয়ে পড়েছে। তৈরি হয়ে রয়েছে নবনির্মিত রানওয়ে। এছাড়াও বেশ কিছু পরিকাঠামো তৈরি হয়েছে ইতিমধ্যে।
তবে আরও বেশ কিছু পরিকাঠামোর সংস্কার ও তৈরির প্রয়োজন রয়েছে। সেগুলির জন্য অর্থ প্রয়োজন। রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই অর্থ বরাদ্দ করলেই পুনরায় বিমানবন্দরের কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। সাংসদ খগেন মুর্মু বলেন, ২০১৯ সাল থেকে আমি মালদহ বিমানবন্দর বিষয়ে সংসদ ভবনে আবেদন জানিয়ে আসছি। রাজ্য সরকারের জন্য আটকে রয়েছে। আশা করছি আগামীতে এই বিমানবন্দর চালু হবে।
মালদহ বিমানবন্দর পরিষেবা চালু হলে জরুরি পরিষেবা থেকে বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে জেলাবাসীর। সেই অপেক্ষায় রয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।
হরষিত সিংহ