TRENDING:

Air India Express: পর্যটকদের জন্য সুখবর, বাগডোগরা থেকে আগরতলা নন-স্টপ উড়ান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

Last Updated:

উড়ান বাড়াচ্ছে স্পাইসজেট, এয়ার এশিয়া-ও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। গত ২৬ অক্টোবর থেকে এই নতুন রুটে চালু হয়েছে বিমান পরিষেবা। এই নতুন রুট শুরু হওয়ার ফলে দার্জিলিং, কালিম্পং, সিকিম কিংবা উত্তরবঙ্গের অন্যান্য পাহাড়ি অঞ্চলে বেড়াতে যেতে আর কলকাতা বা গুয়াহাটি ঘুরে যেতে হবে না। সরাসরি আগরতলা থেকে উড়ে যাওয়া যাবে বাগডোগরায়।
Air India Express
Air India Express
advertisement

বিমানসংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৮০ আসনের একটি বোয়িং বিমান প্রতিদিন এই রুটে উড়বে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বাগডোগরা থেকে আইএক্স ২৯৫৩ নম্বর বিমানটি বিকেল ৪টা ৩০ মিনিটে রওনা হয়ে ৫টা ৪০ মিনিটে আগরতলা পৌঁছবে। অন্যদিকে, আগরতলা থেকে ফিরতি বিমান আইএক্স ২৪৩০ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উড়ে রাত ৭টা ২০ মিনিটে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সূত্রে জানা গিয়েছে, এই রুটের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ভাড়াও সাধারণ যাত্রীদের নাগালের মধ্যেই রাখা হয়েছে। তবে এই নতুন পরিষেবা চালুর পাশাপাশি সংস্থাটি আগরতলা-গুয়াহাটি রুটে তাদের বিমান পরিষেবা বন্ধ করছে। ২৬ অক্টোবর থেকে কার্যকর হতে চলা শীতকালীন ফ্লাইট-সূচিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আগরতলা-গুয়াহাটি রুটের কোনও বিমান থাকবে না। তবে এই রুটে ইন্ডিগো এবং আকাসা এয়ার-এর বিমান পরিষেবা আগের মতোই চলবে।

advertisement

এদিকে স্পাইসজেটের নতুন উড়ানগুলির মধ্যে অন্যতম হতে চলেছে দিল্লি এবং মুম্বই থেকে থাইল্যান্ডের ফুকেট পর্যন্ত সরাসরি ফ্লাইট। এদিকে ঘরোয়া উড়ানের মধ্যে মুম্বই-বেঙ্গালুরু উড়ান দৈনিক দুটি করে করা হচ্ছে, আগে যা একটি ছিল। ৮ নভেম্বর থেকে নয়া চেন্নাই-বেঙ্গালুরু লিঙ্ক-ফ্লাইট চালু হচ্ছে। ৩১ অক্টোবর থেকে কলকাতা-জয়পুর রুটে নয়া উড়ান পরিষেবা চালু করবে স্পাইসজেট। জয়পুর-গুয়াহাটি রুটেও নয়া পরিষেবা চালু করবে স্পাইসজেট। অযোধ্যা রুটে হায়দরাবাদ এবং মুম্বই থেকে সরাসরি উড়ান চালু করছে স্পাইসজেট। বারাণসী থেকে পুণে এবং হায়দরাবাদ রুটেও উড়ান চালুর পরিকল্পনা করেছে এই বিমান সংস্থা। অন্যান্য নয়া রুটের মধ্যে রয়েছে বারাণসী-পুণে, পটনা-হায়দরাবাদ এবং পটনা-আহমেদাবাদ এবং পটনা-চেন্নাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

শীতকাল থেকে দৈনিক প্রায় ২৫০টি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে স্পাইসজেটের। নতুন রুটেও উড়ান পরিচালনা করার কথা ঘোষণা করেছে স্পাইসজেট। গ্রীষ্মকালে দৈনিক ১২৫টি করে উড়ান পরিচালনা করছিল স্পাইসজেট। শীতকালে সেই সংখ্যা দ্বিগুণ করছে তারা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Air India Express: পর্যটকদের জন্য সুখবর, বাগডোগরা থেকে আগরতলা নন-স্টপ উড়ান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল