TRENDING:

South Dinajpur News: জোড়া ডাব, সুপারি বা মটরডাল প্রভু শ্রীরামচন্দ্রকে অর্পণ! শতাধিক বছরের প্রাচীন মান্দার মেলার এটাই রীতি

Last Updated:

South Dinajpur News:এই মেলায় দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। শতাব্দী প্রাচীন এই মন্দিরে নিত্যদিনের পুজোর আয়োজন করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : সাধারণ মানুষ ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস মিলিয়ে “মান্দার” মেলায় মেতে উঠেছেন। আনুমানিক ১৫০ বছর আগে এই মেলার সূচনা হয় বাংলাদেশে। বালুরঘাটের রঘুনাথপুরে প্রায় ৭৬ বছর ধরে চলে আসছে। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ রঘুনাথের মেলা অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়। এই মেলায় দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। শতাব্দী প্রাচীন এই মন্দিরে নিত্যদিনের পুজোর আয়োজন করা হয়।
advertisement

পুণ্যতোয়া আত্রেয়ী নদীতে স্নান করে ভোর থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে। এবছরও তার অন্যথা হয়নি। স্নান সেরে জোড়া ডাব, সুপরি আবার মটর ডাল নিয়ে মন্দিরে জনসমুদ্র উপচে পড়েছে পুণ্যার্থীদের। পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ নিজের সাধ্য অনুযায়ী চাল, ডাল-সহ বিভিন্ন সবজি রামের উদ্দেশে উৎসর্গ করছে। কথিত, অবিভক্ত বাংলাদেশ থেকে রামের একটি মূর্তি এনে এক সন্ন্যাসী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর তিন দিন ব্যাপী রামনবমীর দিন থেকে রঘুনাথের মেলা বা মান্দার মেলা ও পুজোর আয়োজন হয়ে আসছে।

advertisement

এ বিষয়ে মেলা কমিটির সদস্য জানান, “রঘুনাথের নামে কেউ কোনও মানত করলে তাঁর মনস্কামনা পূর্ণ হয়। এই পুজোয় খাজা বাতাসা বা সন্দেশ ভোগ ছাড়াও ডাব দিয়ে পুজো দেওয়ার একটা চল রয়েছে। তবে, এই পুজোয় রীতি রয়েছে এই পুজো ও মেলার প্রধান ভোগই হল জোড়া ডাব। অনেকে আবার সুপারি ও মটর ডালও মানত করেন। তাই মানত পূর্ণ হলেই ভক্তবৃন্দ জোড়া ডাব বা সুপারি, মটর ডাল নিয়ে রামের চরণে অর্পণ করেন।”

advertisement

আরও পড়ুন : নীলষষ্ঠীতে সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় কীভাবে বেলপাতা নিবেদন করবেন মহাদেবকে? কোন কোন ফুল লাগবে এই পুজোয়? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এমনকি এই মেলাতে আসা ভক্তদের পক্ষ থেকে জানা যায়, এখানে মানত করলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ হবার কারণে বছর বছর বহু দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমান। এদিন বাবা রঘুনাথের পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসে মেলা। মেলার প্রথম দিনেই প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। ভিড় সামাল দিতে একরকম হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। পাশাপাশি এই মেলাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তৎপরতা যথেষ্ট লক্ষ করা যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: জোড়া ডাব, সুপারি বা মটরডাল প্রভু শ্রীরামচন্দ্রকে অর্পণ! শতাধিক বছরের প্রাচীন মান্দার মেলার এটাই রীতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল