Neelsasthi Vrat Vastu Tips: নীলষষ্ঠীতে সন্তানের কল্যাণ ও মঙ্গলকামনায় কীভাবে বেলপাতা নিবেদন করবেন মহাদেবকে? কোন কোন ফুল লাগবে এই পুজোয়? জানুন

Last Updated:
Neelsasthi Vrat Vastu Tips: দীর্ঘ দিনের প্রচলিত বিশ্বাস, নীলষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানের মঙ্গল হয়। মন্দিরে না গিয়ে বাড়িতেও পালন করা যায় নীলষষ্ঠী ব্রত। তার জন্য মনে রাখুন কিছু খুঁটিনাটি নিয়ম।
1/7
বাংলার প্রচলিত লৌকিক পার্বণ এবং আচারগুলির মধ্যে অন্যতম নীলষষ্ঠী। সন্তান সন্ততির মঙ্গলকামনায় উপবাস ব্রত পালন করেন গৃহিণীরা। দেবাদিদেব মহাদেবকে পুজো নিবেদন করার পাশাপাশি পুজো করা হয় দেবী চণ্ডিকার। প্রজ্বলনা করা হয় নীলের বাতি।
বাংলার প্রচলিত লৌকিক পার্বণ এবং আচারগুলির মধ্যে অন্যতম নীলষষ্ঠী। সন্তান সন্ততির মঙ্গলকামনায় উপবাস ব্রত পালন করেন গৃহিণীরা। দেবাদিদেব মহাদেবকে পুজো নিবেদন করার পাশাপাশি পুজো করা হয় দেবী চণ্ডিকার। প্রজ্বলনা করা হয় নীলের বাতি।
advertisement
2/7
দীর্ঘ দিনের প্রচলিত বিশ্বাস, নীলষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানের মঙ্গল হয়। মন্দিরে না গিয়ে বাড়িতেও পালন করা যায় নীলষষ্ঠী ব্রত। তার জন্য মনে রাখুন কিছু খুঁটিনাটি নিয়ম। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
দীর্ঘ দিনের প্রচলিত বিশ্বাস, নীলষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানের মঙ্গল হয়। মন্দিরে না গিয়ে বাড়িতেও পালন করা যায় নীলষষ্ঠী ব্রত। তার জন্য মনে রাখুন কিছু খুঁটিনাটি নিয়ম। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
3/7
পবিত্র ও পুণ্যদায়ী নীলষষ্ঠীতে ডাবের জল দিয়ে অভিষেক করুন মহাদেবের। নিবেদন করুন আকন্দফুলের মালা। নীলষষ্ঠীতে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করুন নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের মালা। যদি মালা নাও পান, অবশ্যই দিন নীলকণ্ঠ ফুল।
পবিত্র ও পুণ্যদায়ী নীলষষ্ঠীতে ডাবের জল দিয়ে অভিষেক করুন মহাদেবের। নিবেদন করুন আকন্দফুলের মালা। নীলষষ্ঠীতে দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করুন নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের মালা। যদি মালা নাও পান, অবশ্যই দিন নীলকণ্ঠ ফুল।
advertisement
4/7
মহাদেবকে নিবেদন করুন ৩,৫,৭, ৯ বা যে কোনও বিজোড় সংখ্যক বেলপাতা। বেলপাতা যেন অবশ্যই ত্রিপত্র বিশিষ্ট হয়। বেলপাতা যেন ছেঁড়াফাটা না হয়। অখণ্ড বেলপাতা নিবেদন করুন। বিশেষ নিয়মে দিতে হবে বেলপাতা। দেখতে হবে যেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে।
মহাদেবকে নিবেদন করুন ৩,৫,৭, ৯ বা যে কোনও বিজোড় সংখ্যক বেলপাতা। বেলপাতা যেন অবশ্যই ত্রিপত্র বিশিষ্ট হয়। বেলপাতা যেন ছেঁড়াফাটা না হয়। অখণ্ড বেলপাতা নিবেদন করুন। বিশেষ নিয়মে দিতে হবে বেলপাতা। দেখতে হবে যেন বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে স্পর্শ করে থাকে।
advertisement
5/7
মহাদেবকে দিন আকন্দফুল, নীল অপরাজিতা এবং হলুদ কল্কে ফুল। ধুতুরাফুল এবং ধুতুরাফলও শিবের অত্যন্ত প্রিয় বলে কথিত। দেবী নীল চণ্ডিকাকে নিবেদন করুন রঙিন ফুল। দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বৃন্ত-সহ একটি গোটা কাঁচা আম।
মহাদেবকে দিন আকন্দফুল, নীল অপরাজিতা এবং হলুদ কল্কে ফুল। ধুতুরাফুল এবং ধুতুরাফলও শিবের অত্যন্ত প্রিয় বলে কথিত। দেবী নীল চণ্ডিকাকে নিবেদন করুন রঙিন ফুল। দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বৃন্ত-সহ একটি গোটা কাঁচা আম।
advertisement
6/7
নীলষষ্ঠীতে তিন বার পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। প্রথমবার নীলকণ্ঠ মহাদেব, তার পর রঙিন ফুল ও বেলপাতায় দেবী নীল চণ্ডিকা এবং তৃতীয় বার পুষ্পাঞ্জলি দেওয়া হয় মা ষষ্ঠীকে।
নীলষষ্ঠীতে তিন বার পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। প্রথমবার নীলকণ্ঠ মহাদেব, তার পর রঙিন ফুল ও বেলপাতায় দেবী নীল চণ্ডিকা এবং তৃতীয় বার পুষ্পাঞ্জলি দেওয়া হয় মা ষষ্ঠীকে।
advertisement
7/7
নীলষষ্ঠীতে মহাদেবকে নিবেদন করুন ভস্ম, দূর্বা, ভিজিয়ে রাখা গোটা আতপচাল, গোটা পঞ্চশস্য, রুদ্রাক্ষের মালা। আরতি সমাপনে শঙ্খধ্বনি বাজান। শিবপুজোয় শঙ্খধ্বনি বাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
নীলষষ্ঠীতে মহাদেবকে নিবেদন করুন ভস্ম, দূর্বা, ভিজিয়ে রাখা গোটা আতপচাল, গোটা পঞ্চশস্য, রুদ্রাক্ষের মালা। আরতি সমাপনে শঙ্খধ্বনি বাজান। শিবপুজোয় শঙ্খধ্বনি বাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
advertisement
advertisement
advertisement