TRENDING:

Binay Tamang | Bimal Gurung: পাহাড়ে ভোলবদল, বিনয়ের বিমল-মন্তব্যেই সিঁদুরে মেঘ দেখছে BJP! স্বস্তি তৃণমূলে

Last Updated:

Binay Tamang | Bimal Gurung: যে প্রশ্নটা উঠছে, তৃণমূলে বিনয় তামাং যোগ দিলেও তাঁর সঙ্গে বিমল গুরুঙ্গয়ের রসায়ন কেমন হতে চলেছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জিটিএ নির্বাচনের সামনেই। আর তার আগেই পাহাড়ের রাজনীতিতে মাস্টারস্ট্রোক দিয়েছে শাসক দল তৃণমূল। প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং (Binay Tamang) সদ্যই রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন। একইসঙ্গে কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মাও নাম লিখিয়েছেন তৃণমূলে। কিন্তু যে প্রশ্নটা তারপরও উঠছিল, তা হল, বিনয় তামাংয়ের সঙ্গে বিমল গুরুঙ্গয়ের (Bimal Gurung) রসায়ন কেমন হতে চলেছে? রবিবার সেই ধোঁয়াশার উত্তর স্পষ্ট করে দিলেন বিনয় তামাং নিজেই। বলে দিলেন, ''গুরুংয়ের সঙ্গে এক হয়েই পাহাড়ে লড়ব।''
বন্ধুত্ব বাড়ছে?
বন্ধুত্ব বাড়ছে?
advertisement

তৃণমূলে যোগ দিয়েই প্রধান 'শত্রু' হিসেবে বিজেপি-কেই নিশানা করেছিলেন বিনয় তামাং। তিনি বলেছিলেন, ''আমি পাহাড়ে উন্নয়ন করতে চাই। সবাইকে বাঁচাতেই আমি এগিয়ে এসেছি৷ গোর্খাল্যান্ড ললিপপ দেখিয়ে বিজেপি পাহাড়ের ভোটে ফায়দা তোলে। কিন্তু আমাদের কাজ উন্নয়ন ঘটানো। পাহাড়ে আমাদের মূল বিরোধী বিজেপি৷ আর বিজেপি-র সহযোগীরা আমাদের প্রধান বিরোধী।'' কিন্তু বিনয়ের সঙ্গে বিমল গুরুঙ্গের সম্পর্ক পাহাড়ে সর্বজনবিদীত। এদিন অবশ্য সেই 'আশঙ্কা' দূর করে দিয়েছেন বিনয়।

advertisement

রবিবার তিনি বলেন, ''বিমল গুরুঙ্গও তৃণমূলেরই জোটসঙ্গী। তাই আগামীদিনে পাহাড়ের সার্বিক উন্নয়ন, বিকাশের জন্যে ঐক্যবদ্ধভাবেই লড়ব আমরা। বিজেপিমুক্ত পাহাড় করব।'' তৃণমূলে যোগ দিয়ে আজই কলকাতা থেকে ফিরেছেন বিনয়। তাঁর দাবি, এবার পাহাড়, তরাই এবং সমতলে তৃণমূল আরও শক্তিশালী হবে এবং সংগঠনকে মজবুত করাই লক্ষ্য। পৃথক রাজ্য বা পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, ''পদ্ম শিবির বরাবরই পাহাড়বাসীকে বোকা বানিয়ে এসেছে। নির্বাচনের আগে গোর্খাল্যাণ্ডের জিগির তুলে ভোট বৈতরণী পার করে। এবার আর পাহাড় বিজেপিকে সমর্থন করবে না।'' এদিন এনজেপি স্টেশনে বিনয় তামাং, রোহিত শর্মাদের স্বাগত জানায় দলীয় কর্মী থেকে বিনয় অনুগামীরা।

advertisement

আরও পড়ুন: 'ভুল চিন্তাভাবনা এসেছিল', সুকান্ত মজুমদারের কাছে 'ভুল' স্বীকার বিধায়কের! কিন্তু কেন?

কিন্তু তৃণমূলে কেন যোগ দিলেন? আগেই বিনয় বলেছিলেন, ''এতদিন আঞ্চলিক দল করতাম। এখন থেকে জাতীয় দল করব। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতবর্ষের কাছে গ্রহণযোগ্য মুখ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নিজের নেতৃত্বগুণ প্রমাণ করছেন। তাই পাহাড়ে এবার থেকে তৃণমূলকে ছড়িয়ে দিতে কাজ করব।'' কিন্তু চিন্তা ছিল বিনয়-বিমল যুগলবন্দি নিয়ে।

advertisement

আরও পড়ুন: বড়দিনের সকালে সেন্ট পলস ক্যাথিড্রালে মারাত্মক ঘটনা, দাউদাউ আগুন তরুণীর চুলে!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বস্তুত বিমল গুরুঙ্গয়ের সঙ্গে তৃণমূলের সুসম্পর্ক হওয়ার পর থেকেই কিছুটা বেকায়দায় পড়েছিলেন বিনয় তামাং। দুজনকে এক ছাতার তলায় আনতে তৃণমূলের শীর্ষস্তর থেকে চাপও দেওয়া হচ্ছিল। বিধানসভায় যে ভাবে ভোট ভাগাভাগিতে দার্জিলিং এবং কার্শিয়াং আসন খুইয়েছে মোর্চা, তা পছন্দ হয়নি শাসক দলের। ফলে ভোটের আগে যা শুধু ‘পরামর্শ’ ছিল, পরে সেটাই চাপ হিসেবে দেখা দেয়। এই পরিস্থিতিতে বিনয় তামাংয়ের কাছে তৃণমূলে যোগদান এবং বিমল গুরুঙ্গয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার দাবি তৃণমূলের কাছে যতটা স্বস্তির, বিজেপি-র কাছে ততটাই দুশ্চিন্তার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Binay Tamang | Bimal Gurung: পাহাড়ে ভোলবদল, বিনয়ের বিমল-মন্তব্যেই সিঁদুরে মেঘ দেখছে BJP! স্বস্তি তৃণমূলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল