TRENDING:

চিকিৎসক পেল ধূপগুড়ি হাসপাতাল, রাতেই হাসপাতালের দায়িত্বে নয়া চিকিৎসক

Last Updated:

নিউজ18 বাংলার খবরের জের। চিকিৎসক পেল ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র। অন্য হাসপাতাল থেকে আপাতত ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বহাল হলেন চিকিৎসক। স্থায়ী সমাধানের জন্য সোমবার জেলাশাসকের দফতরে হবে বৈঠকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধূপগুড়ি: নিউজ18 বাংলার খবরের জের। চিকিৎসক পেল ধূপগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র। অন্য হাসপাতাল থেকে আপাতত ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বহাল হলেন চিকিৎসক। স্থায়ী সমাধানের জন্য সোমবার জেলাশাসকের দফতরে হবে বৈঠকে।
advertisement

গত শনিবার থেকে ধূপগুড়ি হাসপাতালের ছবি তুলে ধরছি আমরা। চিকিৎসক কম হাসপাতালে। নেই চিকিৎসার পরিবেশ। রোগীর ভিড়ে আবার দু জন চিকিৎসক ইস্তফা দেন। চরম ভোগান্তিতে রোগী ও তাদের পরিবার।

সেই ছবি দেখে শুক্রবার হাসপাতালে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পদক্ষেপের জন্য কথা বলেন জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক, জলপাইগুড়ির সাংসদ ও জেলাশাসকের সঙ্গে।

advertisement

শুক্রবার রাতেই পদক্ষেপ করে প্রশাসন। অন্য হাসপাতাল থেকে ধূপগুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হয় চিকিৎসক। রাতেই তিনি দায়িত্ব বুঝে নেন। তবে স্থায়ী সমাধানে সোববার জেলাশাসকের নেতৃত্বে বৈঠক হবে। তবে চিকিৎসক নিয়োগ হওয়ায় কিছুটা স্বস্তিতে এই হাসপাতালের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন : সোমবার থেকে লাগু নয়া বাস ভাড়া, বিজ্ঞপ্তি জারি পরিবহন দফতরের

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চিকিৎসক পেল ধূপগুড়ি হাসপাতাল, রাতেই হাসপাতালের দায়িত্বে নয়া চিকিৎসক