গত শনিবার থেকে ধূপগুড়ি হাসপাতালের ছবি তুলে ধরছি আমরা। চিকিৎসক কম হাসপাতালে। নেই চিকিৎসার পরিবেশ। রোগীর ভিড়ে আবার দু জন চিকিৎসক ইস্তফা দেন। চরম ভোগান্তিতে রোগী ও তাদের পরিবার।
সেই ছবি দেখে শুক্রবার হাসপাতালে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পদক্ষেপের জন্য কথা বলেন জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক, জলপাইগুড়ির সাংসদ ও জেলাশাসকের সঙ্গে।
advertisement
শুক্রবার রাতেই পদক্ষেপ করে প্রশাসন। অন্য হাসপাতাল থেকে ধূপগুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হয় চিকিৎসক। রাতেই তিনি দায়িত্ব বুঝে নেন। তবে স্থায়ী সমাধানে সোববার জেলাশাসকের নেতৃত্বে বৈঠক হবে। তবে চিকিৎসক নিয়োগ হওয়ায় কিছুটা স্বস্তিতে এই হাসপাতালের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ।
আরও পড়ুন : সোমবার থেকে লাগু নয়া বাস ভাড়া, বিজ্ঞপ্তি জারি পরিবহন দফতরের
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2018 8:57 AM IST