TRENDING:

ভাঙন দুর্গত এলাকায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে তোপ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর

Last Updated:

শুধু তাই নয় অধীর বাবুর আরও অভিযোগ করেন রাজ্য সরকারের তরফ থেকে কোনও স্কিম এখনও পর্যন্ত জমা দেওয়া হয়নি জলসম্পদ দফতরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: শনিবার মালদহতে জনসমাবেশ করতে যাওয়ার আগে সামশেরগঞ্জের ভাঙন দুর্গত এলাকা প্রতাপগঞ্জ, মহেশতলা, ঘনশ্যামপুর এলাকা পরিদর্শন করেন অধীর চৌধুরী। গত তিনবছর ধরে এই এলাকায় কয়েক হাজার বাড়ি, চাষের জমি, মন্দির, মসজিদ থেকে যাতায়াতের রাস্তা সবই তলিয়ে গেছে। কিন্তু ভাঙন সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।
advertisement

এরপরেই অধীর চৌধুরী কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে ফোন করেন। দীর্ঘদিন ধরে এই ভাঙনের সমস্যা নিয়ে বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেন । এরপরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন "আমি কেন্দ্রীয় মন্ত্রীকে এই ভাঙন সমস্যা নিজের চোখে দেখার জন্য এই এলাকাতে আসার অনুরোধ করেছিলাম। কিন্তু মন্ত্রী আমাকে জানান তিনি আসতেই পারেন, যেহেতু রাজ্য সরকার আমাকে কিছু জানায়নি, তাহলে গেলে রাজ্য সরকারই তখন প্রশ্ন তুলবে যুক্তরাষ্ট্রীয় নিয়ম মেনে আমরা চলছি না ।"

advertisement

আরও পড়ুন West Bengal News: বেজে যাচ্ছিল মোবাইল, মালদহ স্টেশনে ট্রেনের বাথরুমে মিলল যাত্রীর দেহ! কারণ ঘিরে অপার রহস্য

 

শুধু তাই নয় অধীর বাবুর আরও অভিযোগ করেন রাজ্য সরকারের তরফ থেকে কোনও স্কিম এখনও পর্যন্ত জমা দেওয়া হয়নি জলসম্পদ দফতরে। এ ব্যাপারে তাকে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী । অধীর বাবু বলেন "কোনও প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আগে যদি বুঝতে পারা যায় সেখানেই ডিজাস্টার দফতর থেকে কাজ শুরু করে দেওয়া হয় । এজন্য স্বরাষ্ট্র দফতরে ছয় হাজার কোটি টাকা পড়েও রয়েছে । অথচ আমাদের রাজ্য সরকারের কোনও হেলদোল নেই । আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব তিনি একবার নিজে এসে ঘুরে যান । কেন্দ্রীয় মন্ত্রীকেও অনুরোধ করুন তাকে আসার জন্য । দুজনেই এসে ঘুরে যান । মানুষের কষ্টটা বুঝুন আপনারা । আর একটা স্কিম অন্ততপক্ষে কেন্দ্র সরকারের কাছে জমা দিন "।

advertisement

যদিও এ ব্যাপারে জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান বলেন মিথ্যা অভিযোগ করছেন অধীর বাবু । রাজ্য সরকার থেকে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে । "আমাদের মুখ্যমন্ত্রী নিজে চিঠি লিখেছেন । এছাড়াও গঙ্গা যেহেতু জাতীয় সম্পদ তা দেখভাল করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের । তারা সে দয়িত্ব পালন করছে না।"

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Pranab Kumar Banerjee

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভাঙন দুর্গত এলাকায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে তোপ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল