বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: স্কুটিতে করে যাওয়ার পথেই মৃত্যু হল মহিলা কনস্টেবলের! স্কুটি করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে যাওয়ার পথেই পথ দুর্ঘটনা! চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলা পুলিশকর্মীর! বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের ভুজিয়াপানির ঘটনা। বাগডোগরা থেকে শিলিগুড়িতে যাচ্ছিলেন এই মহিলা পুলিশকর্মী! ভুজিয়াপানি জাতীয় সড়ক দিয়ে স্কুটি নিয়ে যাওয়ার সময় চার চাকার সঙ্গে সজোরে ধাক্কাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা পুলিশ কর্মীর।
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ কর্মীর নাম রুকমেরি লেপচা, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার পর বাগডোগরা থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
অপরদিকে ঘটনার পর থেকে পলাতক চার চাকার গাড়ির চালক। ইতিমধ্যে পুলিশ ঘাতক চালচাকা ও স্কুটিটিকে উদ্ধার করেছে। মৃত পুলিশ কর্মী দার্জিলিং জেলার পেডংয়ের বাসিন্দা। ১২ বছর ধরে চাকরি করতেন বলে জানা গিয়েছে। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় শোকস্তব্ধ পুলিশ মহল।
বৃষ্টি হচ্ছিল স্কুটি দিয়ে ডিউটি আসার পথেই চার চাকার গাড়ি ভুল রুটে আসার জন্য এই ঘটনা। খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক চালকের খোঁজ চলছে। মদ্যপ অবস্থায় ছিল ঘাতক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করে মত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন।