TRENDING:

হানিমুন থেকেই একাই ফিরলেন স্ত্রী ! মর্মান্তিক দুর্ঘটনায় হারালেন স্বামীকে

Last Updated:

বিয়ের পর সাতদিনও কাটেনি ৷ দু’জনে একে অপরকে ভরসা জুগিয়েছিলেন ৷ সারা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছিলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বিয়ের পর সাতদিনও কাটেনি ৷ দু’জনে একে অপরকে ভরসা জুগিয়েছিলেন ৷ সারা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখেছিলেন ৷ কিন্তু তার আগেই ছন্দপতন ৷ এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল স্বামীর প্রাণ ৷ গ্যাংটকে হানিমুনে এসে রিভার ব়্যাফটিংয়ে নেমে স্বামীকে হারালেন স্ত্রী ৷ বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কালিম্পংয়ের মল্লির কাছে ।
advertisement

দিন সাতেক আগে বহ্নিশিখা সিংয়ের সঙ্গে বিয়ে হয় রোশন সিং ৷ রোশন মজফ্ফরপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে দিল্লিতে থাকতেন ৷ বিয়ের পরই গ্যাংটকে হানিমুন করতে যান দম্পতি । কিন্তু সেখানে এসে এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হবে ৷ তা হয়তো দু:স্বপ্নতেও ভাবেননি এই দম্পতি ৷ হানিমুন সেরে বুধবারই বাড়ি ফেরার কথা ছিল তাদের ৷ ফেরার পথে তিস্তায় র‍্যাফটিং করতে যান তাঁরা। সেই সময়েই বোট উল্টে ঘটে বিপত্তি ৷ বোট উল্টে পড়ে যান যাত্রীরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয়রাই আক্রান্তদের উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রোশনকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী ওই হাসপাতালেই চিকি‍ৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হানিমুন থেকেই একাই ফিরলেন স্ত্রী ! মর্মান্তিক দুর্ঘটনায় হারালেন স্বামীকে