TRENDING:

Bagdogra Darjeeling bus service: বাগডোগরায় নেমে দার্জিলিং যাওয়া আরও সহজ, চালু হল এসি বাস পরিষেবা

Last Updated:

এতদিন রাজ্য হোক বা দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের বাগডোগরা বিমানবন্দরে নেমে বেসরকারি গাড়ির উপরেই ভরসা করতে হত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দর থেকে শৈলশহর দার্জিলিংয়ে যাওয়া আরও সুবিধাজনক হল৷ এবার থেকে সরাসরি বিমানবন্দর থেকে সরকারি এসি বাসে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিংয়ে৷
বাগডোগরা থেকে শুরু হল এসি বাস পরিষেবা৷
বাগডোগরা থেকে শুরু হল এসি বাস পরিষেবা৷
advertisement

আজ থেকেই এই পরিষেবা শুরু করা হয়েছে৷ ১২ আসনের এই বাসে মোট এগারো জন করে যাত্রী যেতে পারবেন৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে পর্যটক এবং দার্জিলিংবাসীর সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা শুরু করা হল৷

আরও পড়ুন: নতুন রূপে সেজে উঠেছে বক্সা ফোর্ট, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

advertisement

এতদিন রাজ্য হোক বা দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের বাগডোগরা বিমানবন্দরে নেমে বেসরকারি গাড়ির উপরেই ভরসা করতে হত৷ এর ফলে গাড়ি খুঁজতে গিয়ে হয়রানি যেমন হত, তেমনই চালকদের একাংশ সুযোগ বুঝে পর্যটকদের থেকে অতিরিক্ত ভাড়া দাবি করতেন বলে অভিযোগ৷ বিশেষত পর্যটনের মরশুমে পর্যটক হয়রানির অভিযোগ বাড়ত৷

জানা গিয়েছে, প্রতিদিন দুপুর দুটো এবং বিকেল চারটের সময় বিমানবন্দর থেকে বাস ছাড়বে৷ রোহিনী হয়ে বাস দু'টি দার্জিলিং পৌঁছবে৷ দার্জিলিং পর্যন্ত মাথাপিছু সাড়ে চারশো টাকা করে ভাড়া পড়বে৷ ফলে অনেকটা সস্তাতেই বিমানবন্দর থেকে দার্জিলিং পৌঁছতে পারবেন যাত্রীরা৷ বাগডোগরা বিমানবন্দরে নির্দিষ্ট কাউন্টার থেকেই বাসের টিকিট বিক্রি করা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্যম পি জানিয়েছেন, এই পরিষেবা শুরু করা অত্যন্ত জরুরি ছিল৷ দার্জিলিংয়ের জেলাশাসকের উদ্যোগেই এই নতুন বাস পরিষেবা শুরু হল৷ যাত্রীদের চাহিদা থাকলে বাস আরও বাড়ানো হতে পারে৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bagdogra Darjeeling bus service: বাগডোগরায় নেমে দার্জিলিং যাওয়া আরও সহজ, চালু হল এসি বাস পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল