TRENDING:

Abhishek Banerjee: ‘অনুমতি’ দিক বা না-দিক, টর্নেডোয় দুর্গতরা ১.২০ লক্ষ টাকা করে পাবেন: অভিষেক

Last Updated:

শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ঘোষণা করেন, ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে একলপ্তে সেই টাকা মিলবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, জলপাইগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, জলপাইগুড়িতে ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১.২০ লাখ দেওয়া হবে। অনুমতি মেলেনি নির্বাচন কমিশনের। কিন্তু জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাথাপিছু ১.২০ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ঘোষণা করেন, ঝড়ে যাঁদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের মাথাপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে একলপ্তে সেই টাকা মিলবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন- JEE-তে প্রথম হন, IIT বম্বে-তে ২ বছর পড়াশোনা করে চলে যান MIT-তে, এখন কী করছেন সত্বত জগওয়ানি?

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জলপাইগুড়িতে ৩১ তারিখ হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, তাদের সঙ্গে দেখা করতেই আজ আসা। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে এই মুহূর্তে সবটাই আছে। আমরা চিঠি লিখে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ির ব্যবস্থা করার জন্য অনুমতি চেয়েছিলাম। রাজ্য সরকার সেই বাড়ি করে দিত। এই দাবি নিয়ে ১০ জন সদস্য গিয়েছিলেন কমিশনে। তাঁদের টেনে হিঁচড়ে, পুলিশের ভ্যানে তুলেছে। ২৪ ঘণ্টা একটা থানায় তাঁরা বসেছিলেন। এই লোকসভার সাংসদ আপনাদের ভোটে জিতেছিল। ১৩ দিন হয়ে গেল, ১৩ লাইনের একটা চিঠি আপনাদের জন্য কেন্দ্রকে লেখেন নি তিনি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিষেক আরও বলেন, ‘‘নিজে আমি দু’বার রাজ্যপালের কাছে গিয়েছি। যিনি সংবিধানের ধারক-বাহক বলেন। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাব। আজকেও রাজ্যপালকে আমি চিঠি লিখে এসেছি। অসমে বিহুর জন্য ইসি টাকা দেওয়ার অনুমতি দিয়েছে। আর বাংলায় টাকা বন্ধ করে রেখেছেন। এই বৈষম্য চলবে না। আমি আজকে চিঠি লিখে জানিয়েছি, আপনি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন। ৪৮ ঘণ্টার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার টাকা পাঠাবে। ভোট শেষ হলে ২০ হাজার করে দেব। আদর্শ আচরণবিধি শেষ হলেই এই সাহায্য করব। যাদেরকে ২০১৯ সালে জিতিয়েছিলেন, তারা জলপাইগুড়ির মা-বোনেদের জন্য কী করেছেন? এই সিদ্ধান্ত নিতে হবে। এরা মানুষকে আসলে দুর্বল ভাবে। এই যে এক লাখ ২০ হাজার দেওয়া হবে এটা উপহার নয়। এটা আপনার অধিকার।’’

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: ‘অনুমতি’ দিক বা না-দিক, টর্নেডোয় দুর্গতরা ১.২০ লক্ষ টাকা করে পাবেন: অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল