JEE-তে প্রথম হন, IIT বম্বে-তে ২ বছর পড়াশোনা করে চলে যান MIT-তে, এখন কী করছেন সত্বত জগওয়ানি?

Last Updated:

Success Story IIT JEE Topper : কিছু প্রতিভাবান ছাত্র-ছাত্রী আছেন, যারা আইআইটিতে সুযোগ পেয়েও ছেড়ে দেন। তাঁদের লক্ষ্য অন্য।

সত্বত জগওয়ানি
সত্বত জগওয়ানি
Success Story IIT JEE Topper: আইআইটি-র পড়ুয়া মানেই অসাধারণ প্রতিভাশালী। গোটা বিশ্ব এক বাক্যে এ কথা স্বীকার করে। আইআইটি-র পড়ুয়ারা বিশ্বের অনেক বড় কোম্পানির নেতৃত্ব দিচ্ছে। ‘আউট অফ দ্য বক্স’ ভাবনার জন্যই তাঁদের পরিচিতি। কিন্তু আইআইটি-তে ভর্তি হওয়া সহজ নয় মোটেই।
আইআইটি-তে ভর্তি হতে গেলে JEE-র মতো কঠিন পরীক্ষায় ভাল র‍্যাঙ্ক করতে হয়। তবে ভাল র‍্যাঙ্ক করলেই যে সুযোগ মিলবে তা নয়। খুব কমজনই শেষ পর্যন্ত আইআইটি-তে ভর্তি হতে পারেন। কিন্তু কিছু প্রতিভাবান ছাত্র-ছাত্রী আছেন, যারা আইআইটিতে (IIT) সুযোগ পেয়েও ছেড়ে দেন। তাঁদের লক্ষ্য অন্য।
advertisement
advertisement
২০১৫ সালে মধ্যপ্রদেশের সাতনার বাসিন্দা সত্বত জগওয়ানি জেইই অ্যাডভান্সড-এ প্রথম হন। ভর্তি হন আইআইটি বম্বে-তে। দুবছর পড়াশোনা করে চলে যান আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এমআইটি)। সত্বতের বাবা মনোজ জগওয়ানি এবং মা ভূমিকা জগওয়ানি পেশায় চিকিৎসক। তাঁরা চেয়েছিলেন, ছেলেও তাঁদের মতো ডাক্তার হোক। কিন্তু সত্বত অঙ্ক ভালবাসেন।
সত্বতের লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ২০২০ সালে তিনি এমআইটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। তারপর স্নাতকোত্তর ডিগ্রিও নেন। এখন তিনি আমেরিকার ক্যাডেন্স ডিজাইন সিস্টেম নামের একটি সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। মজার কথা হল, ২০২১ সালে একজন আইআইটি গ্র্যাজুয়েটই এই কোম্পানি তৈরি করেছিলেন।
advertisement
সত্বত জগওয়ানি আইআইটি জেইই-তে প্রথম হওয়ার পর কোরা প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল চালু করেছিলেন। সেখানে যারা আইআইটি জেইই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের প্রশ্নের উত্তর দেন। এছাড়াও প্রোগ্রামিংও শেখান।
সত্বতের আইআইটি বম্বে ছেড়ে এমআইটিতে যাওয়ার সিদ্ধান্তে অবাক হয়ে যান অনেকেই। তবে তিনিই প্রথম নন। এর আগেও অনেকেই এই কাজ করেছেন। যেমন চিত্রাঙ্গ মুর্দিয়া। সত্বত জগওয়ানির জেইই পাশ করার ঠিক এক বছর আগে অর্থাৎ ২০১৪ সালে জেইই অ্যাডভান্সড পরীক্ষায় প্রথম হন। কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হন আইআইটি বম্বেতে। কিন্তু পদার্থবিদ্যা নিয়ে পড়ার জন্য আইআইটি বম্বে ছেড়ে চলে যান এমআইটিতে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE-তে প্রথম হন, IIT বম্বে-তে ২ বছর পড়াশোনা করে চলে যান MIT-তে, এখন কী করছেন সত্বত জগওয়ানি?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement