গোবিন্দা, সইফ আলি খানের নায়িকা, আন্ডারওয়ার্ল্ডের ভয়ে পালান বলিউড থেকে ! জানেন তাঁর পরিচয়?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আন্ডারওয়ার্ল্ডের নজরে পড়ে যান সাক্ষী। কুখ্যাত মাফিয়া ডনদের ফোন আসতে শুরু করে।
advertisement
সাক্ষী শিবানন্দ এমনই একজন অভিনেত্রী। ১৯৯৩ সালে তেলেগু সিনেমা ‘আন্না ভানিদা’ দিয়ে রুপোলি পর্দায় পা রাখেন। কেরিয়ারের শুরুতে ‘জনমকুণ্ডলি’, ‘পাপা কহতে হ্যায়’-এর মতো বলিউডি ছবিতেও কাজ করেছিলেন। তবে তারকার মর্যাদা পেয়েছেন দক্ষিণী সিনেমাতেই। কাজ করেছেন চিরঞ্জীবি, মামুতি, অরবিন্দ স্বামীর মতো সুপারস্টারদের সঙ্গে।
advertisement
নব্বইয়ের দশকে সাক্ষী অভিনীত তামিল এবং তেলেগু সিনেমাগুলি বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০০০ সাল। নতুন শতাব্দী। সাক্ষী ঠিক করলেন, এবার বলিউডে কাজ করবেন তিনি। ‘আপকো পহলে ভি কাহিন দেখা হ্যায়’ ছবিতে তাঁর কাজ প্রশংসা কুড়োয় সমালোচক মহলে। অভিনয় করেন গোবিন্দার সঙ্গে। এরপরই আন্ডারওয়ার্ল্ডের নজরে পড়ে যান সাক্ষী। কুখ্যাত মাফিয়া ডনদের ফোন আসতে শুরু করে। সেই সময় তিনি সইফ আলি খানের সঙ্গে ‘তুম’ ছবিতে কাজ করছিলেন।
advertisement
সাক্ষী অভিযোগ করেন, তুম-এর প্রযোজকের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে। ২০০৩ সালে ডিএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “প্রযোজকই আন্ডারওয়ার্ল্ডের লোক! আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই আমাকে বলেছিল, বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে। প্রথমে বুঝিনি। কিন্তু নিজে চোখে দেখার পর সব স্পষ্ট হয়ে যায়। আমি তেলেগু আর কন্নড় ছবির জগতে ফিরে যাই”।
advertisement
সাক্ষী এতটাই ভয় পেয়ে যান যে নম্বর বদলে ফেলেন, যাতে তুম-এর টিম তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারে। বলিউডের সঙ্গে সম্পর্কে এখানেই ইতি। কয়েক বছর পর অভিনেত্রী বলেছিলেন, “আমি যদি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা করতাম, তাহলে কোনও অসুবিধা হত না। অভিনয় চালিয়ে যেতে পারতাম। কিন্তু সত্যি বলতে কী, আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পালিয়ে এসেছি। ওরকম ফোন পেয়ে আমি কেঁপে গিয়েছিলাম। প্রযোজকের হাত থেকে বাঁচতে নম্বর বদলে ফেলি। আমি কোথায় ছিলাম কেউ জানত না। সেই অভিজ্ঞতা ভোলার নয়”।