রাজকুমার কর্মকার, মাদারিহাট: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেরদিনই ঝা চকচকে নতুন স্কুল বাস চলে এল আলিপুরদুয়ার জেলায়। শিশু সাথী প্রকল্পে চা বলয়ের স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য স্কুল বাস চলে এল মাদারিহাটে। সোমবার থেকে চা শ্রমিকদের ঘরের ছাত্র ছাত্রীরা এই বাসে করে স্কুলে যাবে। আলিপুরদুয়ার জেলায় চালু হচ্ছে এমনই ৫টি স্কুল বাস।
advertisement
শনিবার মাঝের ডাবরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কুমারগ্রামের রহিমাবাদ চা বাগানের শ্রমিক জয়ন্ত ওরাওঁ অভিযোগ তোলেন গরু ছাগলের মতো চা শ্রমিক পরিবারের সন্তানদের ট্রাক্টরে করে স্কুলে নিয়ে যাওয়া হয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অভিষেক।
আর ব্যবস্থা নিয়ে নেওয়া হল ২৪ ঘণ্টার মধ্যেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই আলিপুরদুয়ার জেলায় পাঁচ চাবাগান এলাকা থেকে স্কুল বাস চালুর নোটিফিকেশন জারি করল শ্রম দফতর। সোমবার থেকে পাঁচ স্কুল বাস চালানোর কথা ঘোষণা করেছে শ্রম দফতর।
জেলার ঢেকলাপাড়া, লঙ্কাপাড়া, টোটোপাড়া, মুজনাই ও সেন্ট্রাল ডুয়ার্স চাবাগান থেকে এই বাস চালানো হবে। কোন চা বাগান থেকে স্কুল বাসের সুপারভাইজার কে, সেই নাম ও ফোন নম্বরও ঘোষণা করেছে শ্রম দফতর।
