মালদহ: সারা বাংলা ঘুরে ঘুরে দলের সংগঠনকে ভোটের আগের দায়িত্ব-কর্তব্য বুঝিয়ে দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহে জেলা নেতৃত্বের সঙ্গে বুধবার সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ”এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। সবাইকে একসাথে কাজ করতে হবে।”
advertisement
মালদহে বিজেপি ও কংগ্রেসের সভার পাল্টা প্রস্তুতি নিতে বলেছেন অভিষেক। ১০ ফেব্রুয়ারির মধ্যে পাল্টা সভা করতে হবে বলে জানিয়েছেন তিনি। মালদহে SIR-এর কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল শীর্ষ নেতা। বলেন, ”প্রথম দিকে ভাল কাজ হলেও পরে ঢিলেমি দেখা দিয়েছে।”
সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন মালদহের নেত্রী মৌসম বেনজির নূর। কিন্তু সেই দলবদলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না বলেও দাবি করেছেন অভিষেক। বলেছেন, ”মৌসমের চলে যাওয়ার প্রভাব পড়বে না।” জেলায় বিজেপি ও কংগ্রেসের সেটিংয়ের বিরুদ্ধে জোরদার প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন তিনি। অপরদিকে, সাবিত্রী মিত্রর অসুস্থতার খোঁজও নেন তিনি।
এদিনের বৈঠকে আব্দুর রহিম বক্সী, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রসেনজিৎ দাস, চৈতালি সরকার, সমর মুখোপাধ্যায়, লিপিকা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন নেতা ছিলেন।
