এখানেই থামেননি অভিষেক। দিনহাটার মানুষের উদ্দেশ্যে তাঁর আহ্বান, ''দিনহাটার মানুষের রায়কে প্রত্যাখান করেছে বিজেপি। তাই দিনহাটায় আবার ভোট হচ্ছে। অমিত শাহ কত প্রতিশ্রুতি দিয়েছে, তার একটাও করেছেন! কিন্তু নারায়ণী ব্যাটেলের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাজ শুরু হয়ে গেছে। বহিরাগত নেতারা আজ কোথায়? মনে রাখবেন, পাশে থাকবে একমাত্র তৃণমূল।''
আরও পড়ুন: 'BJP-র পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?' ফের বিস্ফোরক তথাগত রায়! নিশানায় কে?
advertisement
গত বিধানসভা নির্বাচনে দিনহাটায় জিতেছিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী নিশীথ প্রামাণিক সামান্য ব্যবধানে হারিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহকে। কিন্তু ভোটের ফল প্রকাশের পর নিজের সাংসদ পদ বজায় রাখার জন্য ইস্তফা দেন বিধায়ক পদে। সেই কারণেই ভোট হচ্ছে দিনহাটায়। এদিন সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ''চুরি করে ষাট ভোটে জিতে যে বড়বড় কথা বলেছিল, তাঁর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। উদয়ন গুহকে কম মারধর করা হয়নি, তবু তিনি মানুষের পাশ থেকে সরেননি। ভোটের পর দেখা মেলে না বিজেপি-র। কিন্তু আপনার দুঃখে-বিপদে তৃণমূলকে পাবেন। কোচবিহার থেকে এবার বিজেপির ভোকাট্টা হওয়ার সময়।''
অভিষেকের সংযোজন, ''শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। এই চারটি উপনির্বাচনের দিকে গোটা দেশ তাকিয়ে আছে। আগামী ৩ তারিখ তৃণমূল ৪-০ ব্যবধানে জিতবে। কিন্তু রেকর্ড ভোটে জেতাতে হবে তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা না জিতলে দেশ বাঁচবে না। এমনভাবে জবাব দেবেন, ৩ তারিখ ইভিএম খোলার পর যেন পদ্মফুল চোখে সর্ষেফুল দেখে।''
আরও পড়ুন: পুজোয় ঘোরার মাশুল! আতঙ্ক বাড়ছে কলকাতায়, আজই কনটেইনমেন্ট জোন ঘোষণা?
এ রাজ্যে প্রবলভাবে ক্ষমতা ধরে রাখার পর এবার ভিন রাজ্যের দিকে নজর দিয়েছে তৃণমূল। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে গোয়ার নাম। এদিন চ্যালেঞ্জের সুরে অভিষেক বলেন, ''তিন মাসের মধ্যে গোয়ায় তৃণমূল সরকার প্রতিষ্ঠা হবে। আমি এখনই বলে দিচ্ছি, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠিত হবে। তারপর ত্রিপুরা, মেঘালয় আরও আছে।''