এরপর মালদা জেলা জুড়ে একাধিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের হাল ফেরাতে করেন বৈঠক। এমনকী তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার আমও চাই, আমার আমসত্ত্বও চাই।’ বিধানসভায় অবশ্য ভাল ফল করেছিল তৃণমূল কংগ্রেস। সামনে এবার পঞ্চায়েত ভোট। লোকসভার আগে গ্রামের ভোটে নিজেদের সংগঠন ধরে রাখতে ফের নজরে মালদহ। রবিবার সেখানেই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: কলকাতায় উধাও বৃষ্টি! ঝড়-বৃষ্টির আপডেটে জেলায় বড় চমক, ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া?
সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মালদহ ও মুর্শিদাবাদের আসন দখলে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সে কারণেই পরপর কয়েক দিন পাশাপাশি দুই জেলায় সফর করলেন অভিষেক। এই দুই জেলায় দলের কর্মীদের চাঙ্গা করতে চলেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গতকাল আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আজ তিনি সফর করছেন মালদহ জেলায়। লোকসভা ভোটে মালদার দুই আসনের মধ্যে একটায় জয় ছিনিয়ে নেয় বিজেপি। একটায় জয় ছিনিয়ে নেয় কংগ্রেস। এই দুই জায়গার লোকসভা আসনে চেষ্টা করেও জয় ছিনিয়ে আনতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সামনে পঞ্চায়েত ভোট।
আরও পড়ুন: পকেটের ‘পারমিশন’ নেই, বাজারে যেতেই ভয় মধ্যবিত্তর! আজকের দর শুনলে আঁতকে উঠবেন
এর মধ্যে আসন দখলে মালদহ জেলায় জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল-বিজেপি দুই পক্ষই। লোকসভা ভোটের ফল বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করলে দেখা যাচ্ছে মালদা জেলায় কংগ্রেস এগিয়ে ৪ আসনে, বিজেপি এগিয়ে ৬ আসনে, তৃণমূল এগিয়ে ২ আসনে। এই ফলাফলের ভিত্তিতেই মালদা’কে পাখির চোখ করেছে বিজেপি। লোকসভা ভোটের ফল বিশ্লেষণে দেখা গেছে মালদহের রতুয়া ও হরিশচন্দ্রপুর আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তবে এবার শুধু দুই নয়, আরও বেশি আসনে লড়াই চালাতে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসকদল।
মালদহের জেলাজুড়ে দেখা যায় বিভিন্ন অঞ্চলে জোড়া ফুল, পদ্ম ফুল, হাত, বামের দেওয়াল লিখন পাশাপাশি। কারণ গোটা রাস্তা জুড়ে যে সব দেওয়াল লিখন হয়েছে তাতে কংগ্রেস ও পদ্ম ফুলের ছবি রয়েছে। মালদহের তৃণমূলের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, “২০১৬ সালেও তৃণমূল কংগ্রেস এখানে আরও ভাল ফল করতে পারত। কিন্তু শুভেন্দু ও মুকুল রায়ের জন্যে তা আমরা করতে পারিনি। বিধানসভায় ভাল ফল হয়েছে। লোকসভাতেও হবে৷ তাই পঞ্চায়েতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। “
আবীর ঘোষাল