পুলিশ সূত্রে জানা গেছে, পানিঘাটা থেকে একটি মোটরসাইকেলে ২জন নকশালবাড়িতে হয়ে ঘোষপুকুরে ফিরছিলেন। সেই সময় কদমা মোড়ে রাজ্য সড়কে একটি চারচাকার গাড়ির মুখোমুখি এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোটরসাইকেল চালক।
advertisement
পরে মোটরসাইকেল ও চারচাকার মুখোমুখি ধাক্কায় নয়নজুলিতে পড়ে যায় চারচাকার গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের। অন্যদিকে চারচাকার গাড়ির ভেতরে থাকায় চালকও গুরুতর আহত হন।
আরও পড়ুন-অক্টোবরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? বর্ষা বিদায় নিতেই বিরাট তাণ্ডব! এল আবহাওয়ার বড় আপডেট
পরবর্তীতে নকশালবাড়ি এবং পানিঘাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের উদ্ধার করে। আহতদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পলাতক চার চাকার চালক।