ময়নাগুড়ি থেকে এক যুবতি ধূপগুড়ি গাদং এ মামা বাড়ি যাবার উদ্দেশ্যে বাসে চড়ে ছিলেন, ঠিক সেই বাসেই যাচ্ছিলেন ৬০ বছর বয়সী মনি ভূষণ দাস নামে রানিরহাট মোড় এলাকার এক ব্যক্তি। অভিযোগ চলন্ত বাসের মধ্যে ওই ব্যক্তি যুবতীর গায়ে হাত দেয়, দীর্ঘক্ষণ সময় ধরেই যুবতীকে বাসে উত্যক্ত করতে থাকে।
advertisement
বাসে ভিড় থাকায় সেই সময় কিছু বলতে পারেননি সেই যুবতী। বাসটি ধূপগুড়ি টার্মিনাসে এসে পৌছলে যুবতীর সেই ব্যক্তিকে ধরবার জন্য পিছু ধাওয়া করে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার কথায় কর্নপাত না করে বাচার জন্য সোজা শৌচালয়ে গিয়ে আশ্রয় নেন। আধ ঘণ্টার বেশি সময় ধরে শৌচালয়ে বসে থাকেন।
এদিকে যুবতী ওই ব্যক্তিকে ধরার উদ্দেশ্যে শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে, তাকে কাঁদতে দেখে আশেপাশের লোকেরা জানতে চান কি হয়েছে। তখন যুবতী গোটা ঘটনা খুলে বলেন। এরপরে উত্তেজিত জনতার অভিযুক্তকে শৌচালয় থেকে বের করে শুরু করে বেদম মারধর করে । খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। বর্তমানে থানায় রয়েছেন অভিযুক্ত ব্যক্তি, তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।