মালদহ শহরের রামকৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা সংবিৎ সরকার বয়স ১১ বছর। স্থানীয় উমেশ চন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে। বাবা পেশায় একজন দোকানদার। মা সঙ্গীতা সরকার গৃহবধূ। বাদ্যশিল্পী সংবিৎ সরকার জানান, “ছোটবেলা থেকেই স্যাক্সোফোন, মাউথ অর্গান, মেলোডিকা, ভায়োলিন, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানোর প্রশিক্ষণ নিত সে। প্রথমে মাউথ অর্গানের জন্য দেবজ্যোতি স্যার এবং পরে স্যাক্সোফোনের জন্য মিঠু স্যার কাছে প্রশিক্ষণ নিতাম। স্যাক্সোফোনটা বেশি ভালো লাগে তাই এটাকে নিয়ে এগিয়ে যায়। আজ টিভির রিয়েলিটি শোয়ে সুযোগ হয়েছে। সেখানে পারফর্ম করছি খুব লাগছে।”
advertisement
সংবিৎ এর বাবা সভিৎ সরকার জানান, “স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর প্রশিক্ষণ নেই সংবিৎ। জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ডাক আসত। সেই থেকেই আগ্রহ বাড়ে স্যাক্সোফোন বাজানোর। বর্তমানে অনলাইন অডিশন এর মাধ্যমে টিভির রিয়েলিটি শোয়ে সুযোগ হয়েছে। সেখানে একমাত্র বাইন হিসেবে অংশগ্রহণের করেছে সে। তাঁর এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে। আগামীতে মিউজিক ডাইরেক্টর হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। সেই স্বপ্নটাও পূরণ করার চেষ্টা করব।”
হিন্দি, বাংলা ইত্যাদি বিভিন্ন গায়কদের বিখ্যাত গানের সুরকে তুলে ধরছেন তাঁর এই বাদ্যযন্ত্রের মাধ্যমে। শুধু গায়কের গান নয় বাদ্যশিল্পীদের বাদ্যযন্ত্র দিয়েও যে এগিয়ে যাওয়া যায় তা দেখিয়ে দিয়েছেন মালদহের খুদে সংবিৎ। ছোট মঞ্চের বাদ্যশিল্পী থেকে টিভি স্টার। তাঁর নজর কাড়া প্রতিভাই জেলাবাসী এখন তাঁকে চেনে এক নামে।