শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফালাকাটার খগেনহাট এলাকায়। গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ করেন স্থানীয়রা।
আরও পড়ুন: দীপাবলির পর কী করেন এত প্রদীপ? ফেলে দেন? বড় ভুল! এই ৫ ভাবে কাজে লাগান, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে
advertisement
অভিযোগ ৬ বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে অভিযুক্ত। সূত্রের খবর অনুযায়ী, ধর্ষণের পর নাবালিকাকে খুন করে তার দেহ পুকুরে ফেলে দেয় অভিযুক্ত। অভিযুক্তের বাড়ি মৃতা নাবালিকার বাড়ির পাশেই। এবার এই ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক পুলিশের। গোটা এলাকা থমথমে। নাবালিকার মৃত্যুতে শোক ও ক্ষোভ এলাকাজুড়ে।
আরও পড়ুন: বলুন তো হাওড়া ব্রিজের বাংলা নাম কী? উত্তর দিতে কালঘাম ছুটেছে ৯৯% বাঙালির, আপনি জানেন তো
অন্যদিকে, ৫০০, ১০০০ টাকার জন্য শিলিগুড়িতে খুন হলেন এক ব্যক্তি। জানা যায়, এক ব্যক্তির কাছে ৫০০, ১০০০ টাকা দাবি করা হয়েছিল। সেই দাবি মতো টাকা না দেওয়ায় ব্যক্তিকে খুন করা হয়! ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৫ নম্বর ওয়ার্ডের রাজাহলিতে। নিহতের নাম মহম্মদ জহুরি।