আর তখনই গাড়িটি উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন। তবে প্রাথমিক চিকিৎসার পরই সেখানে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বাকি দেহগুলিকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: হঠাৎ এত দুর্গন্ধ কেন? নদীর দিকে এগোতেই হাড়হিম অভিজ্ঞতা সকলের
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম দেবাশিস মণ্ডল (২৪), অনিক দাস (২৩) ও তাঁর স্ত্রী নেহা দাস(২২), সুব্রত শেঠ (২৫)। প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে, রবিবার গভীর রাতে সকলে মিলে কোথায় যাচ্ছিলেন, কী ভাবেই বা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
আরও পড়ুন: ভিড় দোকানে সন্তানকে অন্য মহিলার কোলে দিলেন মা, তারপরই যা ঘটল...ভদ্রেশ্বরে মারাত্মক ঘটনা
এদিকে, পথ দুর্ঘটনা ঘটেছে নিউটাউনেও। বিশ্ববাংলা গেটের নীচে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুধের গাড়ি উলটে যায়। গাড়ির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। জখম অবস্থায় গাড়িচালককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুধের গাড়িটিকে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে দুর্ঘটনার প্রভাব পড়েছে যানচলাচলে। বেশ কিছুক্ষণ ওই এলাকায় যানচলাচল ব্যাহত হয়েছে।