TRENDING:

Kali Puja 2025: ভাগীরথীর তীরে ৩০০ বছরের প্রাচীন এই কালীমন্দিরে কার্তিক অমাবস্যায় মহা সমারোহে বসে পুজোর আসর

Last Updated:

Kali Puja 2025:প্রায় ৩০০ বছরেরও অধিক সময় ধরে মালদহের খাসকল গ্রামে ভাগীরথী নদী তীরবর্তী এলাকায় পুজিত হয়ে আসছেন মা পাগলী কালী। প্রতিবছরই তিথি অনুযায়ী কার্তিক মাসে পুজো হয় প্রথা মেনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: কেউ চেনে পাগলী কালী তো কেউ চেনে উদাসী কালী নামে। মালদহের ভাগীরথী নদী তীরবর্তী এই কালী মন্দিরের ইতিহাস আজও অজানা অনেকের কাছে। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে মালদহের খাসকল গ্রামে ভাগীরথী নদী তীরবর্তী এলাকায় পূজিত হয়ে আসছেন মা পাগলী কালী। প্রতিবছরই তিথি অনুযায়ী কার্তিক মাসে পুজো হয় প্রথা মেনে। কোনও প্রতিমা নয়, ঘট সমাধির পুজো হয় এই মন্দিরে। স্থানীয়দের কথায়, প্রায় ৩০০ বছর আগে স্থানীয় এক ব্যক্তি কালু ঘোষ এবং অমর ঘোষ এই মন্দিরটি নির্মাণ করেন। সেই থেকে আজও প্রথা মেনে প্রতিবছর কার্তিক মাসে কালী পুজো করা হয়। তাই আসন্ন কালীপুজোর আগে মন্দিরে শুরু হয়েছে সংস্কারের কাজ।
advertisement

গ্রামবাসীরা জানান, “প্রায় ৩০০ বছরের পুরনো এই মন্দির। স্থানীয় এক বাসিন্দা কালু ঘোষ এই মন্দিরটি নির্মাণ করেন। বর্তমানে প্রতিবছর কার্তিক মাসে মা পাগলী কালী পুজো হয়। জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজনের সমাগম ঘটে। পাশাপাশি পুজো উপলক্ষে বসে মেলাও।”

আরও পড়ুন : তারাপীঠের কাছেই দক্ষিণাকালীর এই মন্দির কয়েকশো বছরের পুরনো, ঐতিহ্যের সাক্ষী হতে আসুন দীপান্বিতা অমাবস্যায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

বিশেষ কোনও ভোগের আয়োজন না থাকলেও গ্রামবাসীরা মিলে ধুমধাম সহকারে পুজো দেন এই মন্দিরে। পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলাও। গ্রামবাসীদের দাবি, শুধু জেলা নয় মা পাগলী কালীর এই মন্দিরে পুজোর সময় সমাগম ঘটে হাজারো ভক্তদের।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja 2025: ভাগীরথীর তীরে ৩০০ বছরের প্রাচীন এই কালীমন্দিরে কার্তিক অমাবস্যায় মহা সমারোহে বসে পুজোর আসর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল