ডেঙ্গিতেই মৃত্যু বলে জানান হাসপাতাল সুপার চন্দন ঘোষ। তিনি বলেন, সংকটজনক অবস্থায় শিশুকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা চেষ্টাও করেন। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। শিলিগুড়িতে গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হল। যদি স্বাস্থ্য দফতরের দাবী, ২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড দিঘায়! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নিউ দিঘার স্টল, আতঙ্কে পর্যটকরা
advertisement
আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত শিশুর বাড়ির চারপাশে আবর্জনার পাহাড়। বেহাল নিকাশী ব্যবস্থাও। মৃতের মাসি রীতা রায়ের দাবী, 'পুরসভা নিয়মিত এলাকা পরিষ্কার করে না। মশার দাপটে এলাকায় টেকা দায়। দ্রুত ব্যবস্থা নিতে হবে। নইলে সংক্রমণ আরো বাড়বে।'
অন্যদিকে ডেঙ্গি মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থ পুরসভা। শহরজুড়ে জঞ্জালের স্তূপ। মশার দাপট বাড়ছে। আর মেয়র, ডেপুটি মেয়র ব্যস্ত পুজার কার্ণিভালের প্রস্তুতি নিয়ে। গণেশ পুজোর ফিতে কাটতে ব্যস্ত। নিয়মিত রাস্তাঘাট পরিষ্কার হয় না। ব্লিচিং পাউডার ছড়ানো হয় না। বেহাল দশা নিকাশী নালার।
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে নিয়োগ! কীভাবে চাকরি পাবেন জানুন
শহরজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পুরসভা দ্রুত উদ্যোগী না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি সিপিএমের। আজ পুরসভার ২ নং বরো ঘেরাও করে তারা। বুরো অফিসের সামনে মশার হাত থেকে বাঁচতে মশারি টাঙিয়ে অভিনব প্রতিবাদ করে তারা।
সিপিএম নেতা সৌরভ সরকার বলেন, এর আগে দুটো বুরো অফিস ঘেরাও করা হয়। তবুও টনক নড়ছে না তৃণমূল পরিচালিত পুরসভার। সিপিআই নেতা পার্থ মৈত্র বলেন, 'পুরসভার উদাসীনতায় আজ ডেঙ্গির এই বাড়বাড়ন্ত।'