স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন পাল ও অরুণ রায় জানান, তিনজন মহিলা বাড়ির প্রয়োজনে পাইপলাইনের গর্ত থেকে মাটি নিতে আসেন। সে-সময় দু’জন মহিলা মাটির গর্তে চাপা পড়ে যান। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অভিযোগ, পাইপলাইন পাতার জন্য অনেকদিন ধরে গর্ত খুঁড়ে রাখা হচ্ছে।পাইপলাইন পাতার পরও তা সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় না। ফলে সুযোগ পেয়ে গ্রামের মহিলারা উনুন তৈরি বা কাঁচা ঘরের মেঝে লেপার জন্য মাটি নিতে আসেন। সেসময় মাটি ধসে চাপা পড়ার ঘটনা ঘটে। শুধু তাই নয়, খেলতে গিয়ে ওই গর্তে চাপা পড়ার সম্ভাবনা রয়েছে শিশুদেরও। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টিতে নজর রাখার পাশাপাশি গর্ত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া উচিত।'' আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, '' পাইপলাইনের গর্ত থেকে মাটি আনতে গিয়ে দুই মহিলা চাপা পড়েছিলেন। তাঁদের উদ্ধারের পর পুলিশের অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।''
advertisement
অনির্বাণ রায়