হাসপাতালে চিকিৎসাধীন দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।শনিবার দুপুরে ডুয়ার্সে বজ্রপাত-সহ মুষলধারে বৃষ্টি হয়। সেসময় চুয়াপাড়া চা বাগানে পাতা তুলছিলেন শ্রমিকরা। তাঁদের সামনেই বজ্রপাত হয়।যার ফলে ১৫ জন আহত হন।
আরও পড়ুন: মোমবাতির আলোয় পড়াশোনা, রাজমিস্ত্রির ছেলে আজ বিচারকের গদিতে! আবেগে চোখে জল দিনমজুর বাবার
advertisement
এঁদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চা বাগানের হাসপাতাল থেকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। ৯ জন মহিলা শ্রমিকের মধ্যে দু’জন মহিলা শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গাছ পড়েছে যাতায়াতের সড়কে। বর্তমানে সেগুলি ঠিক করার কাজ চলছে। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে আসেন কালচিনি ব্লকের তৃণমূল সভাপতি অসীম লামা। চুয়াপাড়া চা বাগানের শ্রমিক যোগিতা লোহার জানান, ”বাগানে পাতা তোলা হয়ে গিয়েছে, খেতে যাব, এমন সময় দেখলাম বিশাল বজ্রপাত। আমার পায়ে এসে লাগল। অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই।”
Annanya Dey