TRENDING:

Mizoram Bridge Collapse: ভিনরাজ্যে বেঘোরে প্রাণ গেল বাংলার শ্রমিকদের, মিজোরামের ব্রিজ ভেঙে মালদহের ২৭ জনের মৃত্যু

Last Updated:

Mizoram Bridge Collapse: মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ২৭ জনের মৃত্যু এখন পর্যন্ত। যাঁদের মধ্যে ছিলেন রতুয়ার ২ নম্বর ব্লকের ১৭ জন, ইংরেজবাজার ব্লকের ছ'জন, গাজোল ব্লকের তিন জন, কালিয়াচকের ২ নম্বর ব্লকের একজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইম্ফল: ফের ভিনরাজ্যে গিয়ে প্রাণ হারালেন বাংলার শ্রমিক। মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। মালদহ জেলার মোট ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে সাইরাঙে। সাইরাং আইজল থেকে খুব কাছেই অবস্থিত। উল্লেখ্য, মিজোরামের রাজধানী আইজলকে রেলপথের সঙ্গে যুক্ত করতে বহুদিন ধরে কাজ চলছে। সেই প্রকল্পের অধীনেই ছিল এই সাইরাঙের রেল সেতু।
মিজোরামের ব্রিজ ভেঙে মালদহের ১৩ শ্রমিকের মৃত্যু
মিজোরামের ব্রিজ ভেঙে মালদহের ১৩ শ্রমিকের মৃত্যু
advertisement

মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ২৭ জনের মৃত্যু এখন পর্যন্ত। যাঁদের মধ্যে ছিলেন রতুয়ার ২ নম্বর ব্লকের ১৭ জন, ইংরেজবাজার ব্লকের ছ’জন, গাজোল ব্লকের তিন জন, কালিয়াচকের ২ নম্বর ব্লকের একজন।

আরও পড়ুন: মিজোরামে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, মালদহের একাধিক শ্রমিক জখম হওয়ার আশঙ্কা!

advertisement

বুধবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন, তখনই ভেঙে পড়ে নির্মাণাধীন ব্রিজটি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ-প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকার্য চালাচ্ছেন।

মালদহের পুকুরিয়া থানা এলাকার কোক্লামারি, চৌদুয়ার গ্রামের অনেক শ্রমিক ওই ব্রিজটির নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। বুধবার সকাল থেকেই পাহাড়ি অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছিল। কাজ চলার সময় হঠাৎ নির্মীয়মাণ ব্রিজের একাংশ ভেঙে পড়ে। সেখান থেকেই পড়ে মৃত্যু হয় বহু শ্রমিকের। গ্রামের বাসিন্দাদের মধ্যেও এখনও সঠিক খবর এসে পৌঁছায়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কর্মরত শ্রমিকদের পরিবারের লোকেরা খোঁজ খবর নেওয়া শুরু করেছেন।

advertisement

advertisement

ব্রিকসের সম্মেলন থেকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মালদহের একাধিক শ্রমিক সেখানে কাজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজ এবং সকলরকম সাহায্যের সমন্বয় করছেন। এছাড়া মালদহ জেলা প্রশাসনকে শোকাহত পরিবারগুলিকে সমস্ত রকমের সাহায্য ও সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের দেহ যত শীঘ্র সম্ভব তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার সব রকম প্রচেষ্টা রাজ্য সরকার মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে করে চলেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটাত্মীয়দের যত দ্রুত সম্ভব যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করে তাঁর সমবেদনা জানিয়েছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mizoram Bridge Collapse: ভিনরাজ্যে বেঘোরে প্রাণ গেল বাংলার শ্রমিকদের, মিজোরামের ব্রিজ ভেঙে মালদহের ২৭ জনের মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল