Mizoram Bridge Collapse : মিজোরামে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, মালদহের একাধিক শ্রমিক জখম হওয়ার আশঙ্কা!

Last Updated:

Mizoram Bridge Collapse : মালদহের পুকুরিয়া থানা এলাকার কোক্লামারি, চৌদুয়ার গ্রামের অনেকে জন শ্রমিক ওই ব্রিজটির নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন তাঁরা।

মিজোরামের ব্রিজ ভেঙে মালদহের ১৩ শ্রমিকের মৃত্যু
মিজোরামের ব্রিজ ভেঙে মালদহের ১৩ শ্রমিকের মৃত্যু
মালদহ: মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ে জখম মালদহের বেশ কয়েকজন শ্রমিক। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় জখম শ্রমিকেরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। যদিও পরিবারের অনুমান, দুর্ঘটনার ভয়াবহতা থেকে শ্রমিকদের মধ্যে কারও মৃত্যু হতে পারে। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মিজোরামে বুধবার সকালে একটি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ার দুর্ঘটনা ঘটেছে।
মালদহের পুকুরিয়া থানা এলাকার কোক্লামারি, চৌদুয়ার গ্রামের অনেকে জন শ্রমিক ওই ব্রিজটির নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। বুধবার সকাল থেকেই পাহাড়ি অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছিল। কাজ চলার সময় হঠাৎ নির্মীয়মাণ ব্রিজের একাংশ ভেঙে পড়ে। সেখান থেকেই পড়ে জখম হয় বহু শ্রমিক। গ্রামের বাসিন্দাদের মধ্যেও এখনও সঠিক খবর এসে পৌঁছায়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কর্মরত শ্রমিকদের পরিবারের লোকেরা খোঁজ খবর নেওয়া শুরু করেছেন।
advertisement
advertisement
খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের খোঁজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে প্রশাসন ও অন্যান্য সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে আশঙ্কাজনক রয়েছেন বলে জানা গিয়েছে। মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, খোঁজখবর নেওয়া হচ্ছে এই বিষয়ে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Mizoram Bridge Collapse : মিজোরামে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, মালদহের একাধিক শ্রমিক জখম হওয়ার আশঙ্কা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement