TRENDING:

WB Panchayat Election 2023: বুথের মেঝেতে পড়ে কাটা আঙুল! কার আঙুল? বাংলার ভোট-চিত্রে শুধুই রক্তের দাগ

Last Updated:

WB Panchayat Election 2023: এমন পরিস্থিতির মধ্যে পড়েই কোনও রকমে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন ভোট কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনে খোয়া গেল আঙুল। আঙুল কেটে পড়ে রইল মেঝেতে। কিন্তু এই আঙুল কার, তার খোঁজ মিলল না দিনের শেষেও। আমডাঙার প্রভাকর কাটি ১৬৩ নম্বর বুথে ঘটল এমনই কাণ্ড। সকালে ভোট গ্রহণ শুরুর হওয়ার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

একের পর এক বোমা পড়তে থাকে নির্বাচন শুরু হতেই। প্রায় ৭০ থেকে ৭৫টি বোমা পড়েছে বলে জানান ভোট কর্মীরা। শুধু তাই নয় শাসক-বিরোধী দুই দলের তরফেই বোমাবাজি এবং বুথে হামলা চালানো হয় বলেও অভিযোগ জানান ভোট কর্মীরা। এমন পরিস্থিতির মধ্যে পড়েই কোনও রকমে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন ভোট কর্মীরা। এই পরিস্থিতিতে ভোট করানো সম্ভব নয় তাঁদের পক্ষে বলেও জানানো হয়।

advertisement

এই বুথে ঘটে এমন মারাত্মক কাণ্ড

আরও পড়ুন: টাকা না দিলে ভোট হবে না! কীসের টাকা? বর্ধমানে বিরাট শোরগোল

কিছু বুঝে ওঠার আগেই চারদিক থেকে বোম পড়তে থাকে। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ভোট কর্মীরা। আতঙ্কে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন তারাও। এরপরই খবর পেলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তবে ভোটের কাজ পরিচালনা করা ভোট কর্মীরা জানিয়ে দেন কোনও রকম ভাবেই ভোট করানো সম্ভব হবে না তাদের পক্ষে।

advertisement

আরও পড়ুন: রক্ত ঝরছে পঞ্চায়েত ভোটে, মোবাইলে গেম খেলতে ‘ব্যস্ত’ সিভিক পুলিশ!

ফলে ভোট দান প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে এলাকায়। পাশাপাশি, আমডাঙা চণ্ডীগড় পঞ্চায়েতে তৃণমূল আইএসএফ সংঘর্ষ বাদে। জেলায় সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। তবে সংঘর্ষের জেরে গোটা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যালট বক্স ফেলে দেওয়া হয়, ব্যালট পেপার ছেড়ে দেওয়া হয়। ভোটের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র ছুড়ে ফেলা হয়। রীতিমতো ভোট কেন্দ্রে দেখা যায় মেঝেতে পড়ে রয়েছে কাটা আঙুল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
WB Panchayat Election 2023: বুথের মেঝেতে পড়ে কাটা আঙুল! কার আঙুল? বাংলার ভোট-চিত্রে শুধুই রক্তের দাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল