TRENDING:

Viral Video | Viral Cha-Wala: 'চা খাবে কি দাদা? চা!' র‍্যাপ গেয়ে চা বিক্রি! তুমুল ভাইরাল চা-ওয়ালা শাহজাদা!

Last Updated:

Viral Video | Viral Cha-Wala: ভুবন বাদ্যকরকে ভুলে যান! এবার ভাইরাল করুন চা-ওয়ালা শাহজাদকে! দারুণ প্রতিভা! ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: “চা খাবে কি দাদা চা”… অভিনব পদ্ধতিতে র‍্যাপ গান গেয়ে চা বিক্রি করছেন এই চা ওয়ালা। ব্যঙ্গ করে হোক, ভালবেসে হোক যেভাবেই হোক প্রতিদিন দেদার বিক্রি হচ্ছে র‍্যাপ চাওয়ালার এই চা। শুধু তাই নয়, তার বিশেষ র‍্যাপ গান শোনার জন্য চা হাতে নিয়ে আবদারও জানাচ্ছেন চা প্রেমীরা। বারাসাত কোর্ট চত্বরে আসা ল’ইয়ার থেকে সাধারণ আম আদমি ব্যবসায়ীরাও এখন এই র‍্যাপ চা ওয়ালার ফ্যান।
advertisement

সোশ্যাল মিডিয়ার দৌলতে এই চা ওয়ালা কে মাঝেমধ্যে দেখা গেলেও সেভাবে এখনও ভাইরাল হননি তিনি। তবে কোন একদিন তিনিও হবেন ভাইরাল, তার র‍্যাপ গানও শুনবেন সকলে, প্রচুর বিক্রি হবে চা বদলে যাবে জীবন সেই স্বপ্ন নিয়েই এখন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে গান গেয়ে চা বিক্রি করে চলেছেন বারাসত কাজীপাড়া এলাকার বাসিন্দা মহম্মদ শাহজাদা।

advertisement

আরও পড়ুন: নোংরা আবর্জনা ভরা পুকুরে ডুব হবু বর-বউয়ের! বিয়ের আগে পাপ-মুক্তি! প্রি-ওয়েডিং শ্যুট তুমুল ভাইরাল

কাঁচা বাদাম গান গেয়ে ফেমাস হয়ে ছিলেন ভুবন বাদ্যকর। গোটা পৃথিবীর মানুষ তাকে ভাইরাল করেছিল। ভুবন বাধ্যকরের মত সেই পথ অবলম্বন করেই, মহম্মদ শাহজাদা নিজে গান বানিয়ে তাতে সুর দিয়ে, সেই র‍্যাপ গান গেয়ে বারাসত আদালত চত্ত্বর সহ বিভিন্ন বাজারে ঘুরে চা এর সঙ্গে তার বানানো গান উপহার দিয়ে করছেন ব্যবসা। আধুনিকতার যুগে মানুষের আকর্ষণ বাড়াতেই এই র‍্যাপ আকারে গান তৈরি করেছে শাহজাদা।

advertisement

View More

আরও পড়ুন:

“চা খাবে কি দাদা চা, খাবে কি, আদা গোলমরিচ লবঙ্গ লিকার দিয়ে চা” গানের কথা গুলি এমন, যে এই গান শুনেও বেশ মজা নিচ্ছেন সকলে। সঙ্গে চা পানও করছেন এই র‍্যাপ চা ওয়ালার থেকে। লকডাউন পরবর্তী সময়ে এই পদ্ধতি অবলম্বন করেই চা বিক্রি শুরু। সারাদিন এভাবেই বারাসতের ভিভিআইপি জোন সহ আশপাশের বাজারে ঘুরে চা বিক্রি করে সংসারের মুখে হাসি ফোটাচ্ছেন শাহজাদা। তবে তার স্বপ্ন একটাই, কোন একদিন তার এই গানও ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায়, ভুবন বাদ্যকর এর মতোই বদলে যাবে জীবন। স্বপ্নকে চেপে রেখেই, এখন নিত্যদিন র‍্যাপ গান গেয়েই বারাসাত কোর্ট চত্বরে চলে শাহজাদা-র চা বিক্রি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral Video | Viral Cha-Wala: 'চা খাবে কি দাদা? চা!' র‍্যাপ গেয়ে চা বিক্রি! তুমুল ভাইরাল চা-ওয়ালা শাহজাদা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল