TRENDING:

North 24 Parganas News: রাস্তার অবস্থা মাঠের সমান! প্রতিবাদে রাস্তাতেই ধান রোপণ করলেন গ্রামবাসীরা

Last Updated:

North 24 Parganas News: বর্ষায় রাস্তার উপরে জল জমে খানাখন্দ বোঝার উপায় নেই।  একপ্রকার বিপদ সংকুল পরিবেশের উপর দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসী থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের। মাঝে মাঝে ঘটে ছোট বড় দুর্ঘটনাও। এজন্য প্রতিবাদ রাস্তার উপরে ধান রোপন করলেন 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: মাঠে নয়, রাস্তার উপরেই ধান গাছ রোপণ করলেন গ্রামবাসীরা। এখন আমন ধানের মরশুম। মাঠে কৃষকরা বীজতোলা থেকে চারা তুলে মাঠে চারা রোপণে ব্যস্ত। কিন্তু বীজতোলার সেই চারা মাঠে নয়, রোপণ চলছে রাস্তায়! আপনি হয়তো ভাবছেন মাঠ ছেড়ে রাস্তায় কেন ধান গাছ রোপণ করছে? এর পেছনে কারণ দীর্ঘ দিন ধরে গ্রামের রাস্তার মেরামতি না হওয়া।
advertisement

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তা মেরামতি না হওয়ায় তা বর্তমানে খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তা যেন চাষের জমিতে পরিণত হয়েছে। এখানে চাষও ভালো হবে সেজন্য রাস্তাতেই বীজ রোপন করা হচ্ছে বলে জানান গ্রামবাসীরা। বেহাল রাস্তা মেরামতি করার দাবিতে এ এক অভিনব প্রতিবাদ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের দক্ষিণ ভেবিয়াতে।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: বাঘ তো এখন, তার আগে ভারতের জাতীয় পশু কী ছিল, যেটা ভাবছেন তা নয়

View More

অভিযোগ হাসনাবাদের দক্ষিণ ভেবিয়া থেকে খড়মপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আর এই বর্ষায় রাস্তার উপরে জল জমে খানাখন্দ বোঝার উপায় নেই। একপ্রকার বিপদ ঝুঁকি নিয়ে যাতায়াত করে এলাকাবাসী থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের। মাঝে মাঝেই ঘটে ছোট বড় দুর্ঘটনাও। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি বলে জানায় স্থানীয়রা। এরই প্রতিবাদ জানাতেই রাস্তায় জমা কাদা জলের মধ্যে ধান গাছ লাগিয়ে এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন এলাকাবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাস্তার অবস্থা মাঠের সমান! প্রতিবাদে রাস্তাতেই ধান রোপণ করলেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল