গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তা মেরামতি না হওয়ায় তা বর্তমানে খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তা যেন চাষের জমিতে পরিণত হয়েছে। এখানে চাষও ভালো হবে সেজন্য রাস্তাতেই বীজ রোপন করা হচ্ছে বলে জানান গ্রামবাসীরা। বেহাল রাস্তা মেরামতি করার দাবিতে এ এক অভিনব প্রতিবাদ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের দক্ষিণ ভেবিয়াতে।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বাঘ তো এখন, তার আগে ভারতের জাতীয় পশু কী ছিল, যেটা ভাবছেন তা নয়
অভিযোগ হাসনাবাদের দক্ষিণ ভেবিয়া থেকে খড়মপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আর এই বর্ষায় রাস্তার উপরে জল জমে খানাখন্দ বোঝার উপায় নেই। একপ্রকার বিপদ ঝুঁকি নিয়ে যাতায়াত করে এলাকাবাসী থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের। মাঝে মাঝেই ঘটে ছোট বড় দুর্ঘটনাও। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি বলে জানায় স্থানীয়রা। এরই প্রতিবাদ জানাতেই রাস্তায় জমা কাদা জলের মধ্যে ধান গাছ লাগিয়ে এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন এলাকাবাসীরা।
জুলফিকার মোল্যা