সাম্প্রতিক সময়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে বাগদা পশ্চিম পাড়ার বাসিন্দা ইমান আলী সর্দাররের নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নাবালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের কাছে।
advertisement
জিজ্ঞাসাবাদে নাবালক জানায়, পরিবারের সদস্যরা মিলে এলাকায় একের পর এক চুরি করছিল তারা। এরপরেই শুরু হয় পুলিশের ধরপাকড়। সোমবার নাবালকের বাবা ইমন আলী সরদার, বাপন সরদার, খাইরুল সারদারকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা কয়েকটি চুরির ঘটনা স্বীকার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গেটের তালা ও লকার ভাঙার সরঞ্জাম।
ধৃত তিন চোরকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বাগদা থানার পুলিশ ও নাবালককে বারাসাত জুভেনাইল আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ ।