TRENDING:

উৎসবের মরশুমে এলাকায় পরপর চুরির ঘটনা! নাবালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, গ্রেফতার পরিবারের ৪ সদস্য

Last Updated:

Bagdah Police: সাম্প্রতিক সময়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে। চুরির তদন্ত করতে গিয়ে বাগদা পশ্চিম পাড়ার বাসিন্দা ইমান আলী সর্দাররের নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নাবালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: বড়সড় চুরির চক্র ফাঁস করল বাগদা থানার পুলিশ। বাবা এবং নাবালক ছেলে-সহ পুলিশের জালে ধরা পড়ল ৪ জন।
বড়সড় চুরির কিনারা করল বাগদা থানার পুলিশ
বড়সড় চুরির কিনারা করল বাগদা থানার পুলিশ
advertisement

সাম্প্রতিক সময়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে বাগদা পশ্চিম পাড়ার বাসিন্দা ইমান আলী সর্দাররের নাবালক ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নাবালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের কাছে।

আরও পড়ুনঃ মায়ের আশীর্বাদে সুস্থ হয় মানসিক ভারসাম্যহীন রোগী! দীপান্বিতা অমাবস্যায় তিরোলের ক্ষ্যাপা কালীর দর্শনে উপচে পড়া ভিড়

advertisement

জিজ্ঞাসাবাদে নাবালক জানায়, পরিবারের সদস্যরা মিলে এলাকায় একের পর এক চুরি করছিল তারা। এরপরেই শুরু হয় পুলিশের ধরপাকড়। সোমবার নাবালকের বাবা ইমন আলী সরদার, বাপন সরদার, খাইরুল সারদারকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা কয়েকটি চুরির ঘটনা স্বীকার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গেটের তালা ও লকার ভাঙার সরঞ্জাম।

advertisement

আরও পড়ুনঃ একান্ন সতীপীঠের অন্যতম! সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে, দীপান্বিতা অমাবস্যায় বর্গভীমা মন্দিরে বিশেষ পুজোপাঠ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ধৃত তিন চোরকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বাগদা থানার পুলিশ ও নাবালককে বারাসাত জুভেনাইল আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উৎসবের মরশুমে এলাকায় পরপর চুরির ঘটনা! নাবালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, গ্রেফতার পরিবারের ৪ সদস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল