এরপরই চাইল্ড লাইন এবং প্রশাসনের পক্ষ থেকে নাবালিকার পরিবারকে বাল্যবিবাহ যে দণ্ডনীয় অপরাধ, সে বিষয়ে বোঝানো হয়। নাবালিকার পরিবারের সদস্যদের পাশাপাশি ওই নাবালিকার সঙ্গে কথা বলেন প্রশাসনের আধিকারিকরা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও সেসময়ে উপস্থিত ছিলেন সেখানে। জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত ছিল ওই নাবালিকা। এদিন তার সহপাঠীদের মারফত তার বিয়ের ব্যাপারে জানতে পারেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ওই নাবালিকাকে স্কুলে ফিরিয়ে আনার যথাসম্ভব চেষ্টা করা হবে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকেও সার্বিকভাবে ওই নাবালিকার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে একাধিক সুযোগ সুবিধা চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই সুযোগ সুবিধা নিয়ে যাতে আগামী দিনে ছাত্রীদের কম বয়সে বিবাহ না দিয়ে দেওয়া হয়, সেই বার্তাই তুলে ধরা হয়।
advertisement
Rudra Narayan Roy