মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র উদ্যোগে এই সবলা মেলা বিভিন্ন জায়াগায় হয়ে আসছে গত কয়েক বছর ধরে। মহিলাদের তৈরি হাতের কাজ তুলে ধরা হয় এই মেলায়, মহিলাদের স্বনির্ভর করা এবং তাদের হাতের তৈরি জিনিস এই মেলায় এসে বিক্রয় করার সম্পূর্ণ পরিকল্পনাই মুখ্যমন্ত্রীর। আগামী বেশ কয়েকদিন ধরে চলবে এই মেলা। বারাসত ব্লক এক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই সবলা মেলা শুরু হল সুভাষমগর, নীলগঞ্জ নেতাজি সংঘের মাঠে। এদিন ধামসা মাদল বাজিয়ে আদিবাসীদের বিভিন্ন গানের তালে তালে নৃত্য করা হয় এবং, সবলা মেলা জুড়েই বিভিন্ন ধরনের হাতের জিনিস বিক্রির জন্য স্টলের ব্যবস্থা রয়েছে। মেলা ঘিরে মহিলাদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। প্রতিদিন সবলা মেলা ঘিরে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বনির্ভর মহিলাদের তৈরি হাতের কাজের বিভিন্ন সামগ্রী মিলবে এই মেলায়। ইতিমধ্যেই মেলায় ভিড় জমিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।
advertisement