সোদপুর: কোন চোখরাঙানি নয়,লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া নয়, তার পরিবর্তে পথচারীদের মিষ্টিমুখ করালো পুলিশ৷ নববর্ষে মানবিক এই ছবি দেখা গেল সোদপুরের বিটি রোডে। গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রার পারদ বেড়েছে অনেকটাই। তবুও প্রয়োজনে রাস্তায় বেরোতে হচ্ছে আম জনতাকে। রাস্তাঘাটে গলদ ধর্ম হচ্ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষজন। তীব্র দাবদাহে ক্লান্ত পথচারীদের সুবিধার্থে জল বাতাসা খাওয়ানোর ব্যবস্থা করলেন সোদপুর সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশ কর্মীরা। গরমের তীব্রতা না কমা পর্যন্ত ট্রাফিক পুলিশ কর্মীরা ক্লান্ত পথচারীদের জল বাতাস দেওয়ার কাজ চালিয়ে যাবেন বলেই জানালেন সোয়দপুর সাব ট্রাফিক গার্ডের ওসি হীতু লাল সরকার। এদিন রাস্তায় পথ চলতি মানুষদের গুড়ের বাতাসা ও ঠান্ডা পানীয় জল তুলে দেওয়া হয় তৃষ্ণা নিবারণের জন্য। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা নিজের হাতেসাধারণ মানুষের হাতে বাতাসা ও জল তুলে দেন। নতুন বছরে পুলিশের এই মানবিক কর্মসূচি দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখপথ চলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা। অনুব্রত মণ্ডলের জলবাতাসার তত্ব ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বহুল চর্চিত। অপরদিকে, আইন-শৃঙ্খলা পরিচালনা করতে শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হয় প্রশাসনকেও। বহু সময়ে পুলিশদের বিরুদ্ধে ওঠে নানান অভিযোগ। তাই বাংলা নববর্ষের প্রথম দিনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে। শুক্রবার, নববর্ষের দিন জলছত্রের শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারমনোজ ভার্মা। তার সাথে এদিনের এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে, ট্রাফিক ইনস্পেক্টর দেবব্রত দুবে, সোদপুর সাব ট্রাফিক গার্ডের ওসি হীতু লাল সরকার সহ অন্যান্য আধিকারিকরা।