রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: বারাসত পুঁইপুকুর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ গৃহবধূর মৃত্যুর পেছনে হাত রয়েছে স্বামী প্রদীপ করের। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানতে পারেন প্রতিবেশীরা। অভিযোগ দীর্ঘদিন ধরে স্বামী প্রদীপ কর স্ত্রীর উপর অত্যাচার করতো, ঠিকমতো খেতে দিত না। শুধু তাই নয়, মানসিক প্রতিবন্ধী মেয়ের উপরও চলত মারধর। প্রতিবেশীদের কাছ থেকে প্রায়ই চেয়ে খেত ওই মহিলা বলে প্রতিবেশীদের দাবি। রাতে আচমকাই মৃত মহিলার শাশুড়ী প্রতিবেশীদের ডেকে দেখায় মহিলা ঘরের মেঝেতে পরে আছে। মুখ থেকে রক্ত বের হয়েছে।পরবর্তীতে চিকিৎসক নিয়ে এসে দেখানো হয় পরিবারের তরফ থেকে। কিন্তু সকাল হতে না হতেই সেই মহিলার দাহ প্রক্রিয়া সম্পুর্ন করে ফেলে বাড়ির লোক। আর এতেই সন্দেহ হয় এলাকাবাসীর। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে সন্দেহ বারে। যে চিকিৎসক ডেথ সার্টিফিকেট দিয়েছে তিনিও নিয়ম মেনে সার্টিফিকেট দেয়নি বলে অভিযোগ। পরবর্তীতে বারাসত থানায় গোটা বিষয়টি জানানো হয়। স্থানীয়রা স্বামী প্রদীপ কর কে আটকে রাখে। পরে বারাসাত থানার হস্তক্ষেপে আটক করা হয় প্রদীপ কর কে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ।