পায়েলের অভিযোগ, অভিনয়ের ক্ষেত্রে কাজ পাইয়ে দেবার নাম করে টাকা চাওয়া হচ্ছে ওই ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে। তিনি আরও বলেন, এই বিষয়টি তার নজরে এনেছেন তার সিনেমা ফটোগ্রাফার৷ তার সেই সহকর্মীর কাছ থেকে খবর পেয়ে তিনি হতবাক হয়ে যান৷ পরবর্তীতে তার পরিচিত আরো একজনের কাছ থেকে এমনই অভিযোগ জেনে তিনি নিজেই ওই ভুয়ো অ্যাকাউন্টের তল্লাশি শুরু করেন৷ সেই ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে পেয়ে তিনি তাজ্জব হয়ে যান। হুবহু তার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে ওই অ্যাকাউন্টের মিল রয়েছে৷ তিনি অভিযোগ জানিয়ে বলেন, তার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে৷ এমনকি কাউকে কাউকে অশ্লীল মন্তব্যও করা হচ্ছে৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
April 07, 2022 6:17 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: টলি অভিনেত্রীর ফেক প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগ