হাসনাবাদ থেকে লেবুখালি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে মহিলারা জলের ফাঁকা কলসি, গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেন, কিছু সময় যেতে না যেতেই কয়েকশ গ্রামবাসীর জলের কলসি অবরোধের হাতিয়ার হয়ে ওঠে। ঘটনাস্থলে ছুটে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
"গরমকাল পড়লেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় দেখা যায় পানীয় জলের সমস্যা। বার বার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা অবরোধে নেমেছি", এমনটাই জানালেন অবরোধকারীরা। গ্রামবাসীদের অভিযোগ জানতে পেরে হিঙ্গলগঞ্জ এর বিধায়ক দেবেশ মন্ডল বলেন, "ইতিমধ্যে আমরা বিনা পয়সায় বেশ কয়েকটি পঞ্চায়েতে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিচ্ছি। এলাকায় সেই মাটির ভূগর্ভে জলের সমস্যা রয়েছে। সেখানে মাটির লেয়ার পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা বিশেষজ্ঞ প্রতিনিধিদল সার্ভে করে গেছে । দ্রুত যাতে পানীয় জলের সমস্যা মেটে, আমরা সেই চেষ্টা করছি।"
advertisement