TRENDING:

North 24 Parganas: অন্ধকার রাস্তা, অসামাজিক কার্যকলাপ, পঞ্চায়েতের উদ্যোগে আলোর ব্যবস্থা

Last Updated:

বামনগাছির মন্ডলগাতী এলাকার অন্ধকার রাস্তা, দীর্ঘদিনের দাবি মেনে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে করা হল আলোকিত করণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: অন্ধকার রাস্তায় আলোর ব্যবস্থা করল পঞ্চায়েত৷বামনগাছি মন্ডলগাঁথি এলাকার মানুষেরদীর্ঘদিনের সমস্যায় সমাধান হলো৷ খুশি গ্রামবাসীরা৷ অন্ধকারের সুযোগে এলাকায়অসামাজিক কাজ৷এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানোর হয় পঞ্চায়েত দফতরে। এলাকাবাসীর দাবি মেনে অবশেষে এলাকা আলোকিত করার উদ্যোগ নেয়স্থানীয় পঞ্চায়েত৷অবশেষেসমস্যা থেকে মিলল মুক্তি। আর থাকবে না অন্ধকার,ভয় কাটলো বামনগাছি মন্ডলগাথী এলাকার মানুষের। দিনের আলো নিভলেই অন্ধকারের সুযোগে বারাসাত ব্লক এক ছোট জাগুলিয়া অঞ্চলের বামনগাছি মন্ডলগাথী মোড় এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল এলাকাবাসীদের। ফলে রাতের অন্ধকারে এলাকার মানুষেরা যাওয়া আসায় নানান অসুবিধার মধ্যে পড়তে হত। এই এলাকায় বারাসাত রিজেক্ট গার্মেন্টস থেকে কয়েক হাজার মানুষ কাজ সেরে মন্ডলগাতী মোড় হয়ে বামনগাছি স্টেশনে যায়। এই এলাকায় কোনো আলো না থাকার কারণে অসামাজিক কার্যকলাপ দিনদিন বেড়ে যাচ্ছিলো। এলাকার মানুষ রাস্তায় আলোর জন্য স্থানীয় পঞ্চায়েত সহ পঞ্চায়েত সদস্যকে আবেদন জানায় একাধিকবার। অবশেষে স্থানীয় পঞ্চায়েত সদস্য বরুন বিশ্বাস উদ্যোগেবামনগাছি মন্ডলগাঁথী মোড়ে একটি এল ই ডি হেলোজেন লাইট লাগানো হয়। আলোর ব্যবস্থার পর খুশি পথচারী থেকে এলাকার মানুষেরা। অনেক দিন পরঅন্ধকারে ঢেকে থাকা পথএলইডি আলো'র সৌজন্যে আলো ঝলমলে হয়ে ওঠল৷ এরফলে আলোকিত পরিবেশে অসামাজিক কার্যকলাপ কমে যাবে বলেই মত স্থানীয়দের। নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে এলাকায় এলইডি লাইট লাগিয়ে দিতে পেরে খুশি স্থানীয় জনপ্রতিনিধিও।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: অন্ধকার রাস্তা, অসামাজিক কার্যকলাপ, পঞ্চায়েতের উদ্যোগে আলোর ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল